Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে দুই পরিবারের ৮ জন দগ্ধ

ঢামেক প্রতিবেদক

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে দুই পরিবারের ৮ জন দগ্ধ
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি টিনশেড বাসায় গ্যাস লিকেজ থেকে ছড়িয়ে পড়া আগুনে দুই পরিবারের নারী-শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার ২ নম্বর চেয়ারম্যান অফিসের পাশের বাসায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে গ্যাস লাইন থেকে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় টিনশেড ঘরের দুটি কক্ষে থাকা ৮ জনই দগ্ধ হন। পরে ভোর সাড়ে ৪টার দিকে দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন—রিকশাচালক হান্নান (৫০), তাঁর স্ত্রী নুরজাহান (৩৫), মেয়ে জান্নাত (৪), মেয়ে সামিয়া (১১) ও ছেলে সাব্বির (১২)। আরেক পরিবারে পোশাক শ্রমিক সোহাগ (২৩), তাঁর স্ত্রী রুপালি (২০) ও তাঁদের দেড় বছর বয়সী মেয়ে সুমাইয়া।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, হান্নানের শরীরে ৪৫ শতাংশ, নুরজাহানের ২২ শতাংশ, জান্নাতের ৩ শতাংশ, সামিয়ার ৭ শতাংশ, সাব্বিরের ২৭ শতাংশ, সোহাগের ৪০ শতাংশ, রুপালির ৩৪ শতাংশ ও সুমাইয়ার ৪৪ শতাংশ দগ্ধ হয়েছে।

বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডা. নাসির উদ্দিন জানান, শ্বাসনালি পুড়ে যাওয়ায় ৮ জনের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে।

ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

আনন্দের ঈদ শেষে ঢাকা ফিরছে নগরবাসী

সখীপুরে স্থানীয়দের দেওয়া আগুনে পুড়ছে সংরক্ষিত বন

জনবল সংকটে ধুঁকছে জিসিসি

মেঘনা নদীতে গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ

মুক্তিযোদ্ধার হাত ভেঙে দেওয়ার পর বাড়ি লুট

মতিঝিলে বাসের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত, চালকসহ গ্রেপ্তার ২

ডিসেম্বরের পরে জুনে বলবে, ফ্যাসিস্টের জন্মদিনে নির্বাচন হতে পারে না: ফজলুর

নারায়ণগঞ্জে বাড়ির দেয়ালে চিঠি দিয়ে ডাকাতির হুমকি

গুলশান-বনানীর সড়কে ইউটার্ন ব্যবহারে ডিএমপির নতুন নির্দেশনা