হোম > সারা দেশ > ঢাকা

রেস্টুরেন্টে খেয়ে বাসায় ফেরা হলো না শিশু আনিশার, বাবা-মা-ভাই গুরুতর আহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

নিহত শিশু আনিশা। ছবি: সংগৃহীত

একটি মোটরসাইকেলে শিশুকন্যা আনিশা, ছেলে তানভীর ও স্ত্রী তানিয়াকে নিয়ে মাওনা চৌরাস্তার একটি রেস্টুরেন্টে খাবার খেতে যান বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী আনিসুল ইসলাম আনিস। খাওয়া-দাওয়া শেষে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে গুরুতর আহত হন তারা চারজনসহ ছয়জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় আলহেরা মেডিকেল ও পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করার আগেই আনিশার মৃত্যু হয়।

গতকাল রোববার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে মাওনা ইউনিয়নের মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের এসিআই কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরপরই মৃত্যু হয় আনিশার।

নিহত আনিশা (৫) মাওনা ইউনিয়নের কপাটিয়াপাড়া গ্রামের আনিসুল ইসলাম আনিসের (২৮) কন্যা। গুরুতর আহত হয়েছেন আনিসুল ছাড়াও তাঁর স্ত্রী তানিয়া (২৪) ও শিশুপুত্র তানভীর (১০)।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কবলিত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরপরই শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

কবি নজরুলের নাতির চিকিৎসায় বার্ন ইনস্টিটিউটে মেডিকেল বোর্ড

নগরকান্দায় ঢাল-সড়কি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ওসিসহ আহত ২০

শীর্ষ সন্ত্রাসী ইমন এলিফ্যান্ট রোডের হামলায় জড়িত নন, মায়ের দাবি

রাজধানীর হাজারীবাগে ইডেন কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কবি নজরুলের নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

ছবিতে হারানো দিনের ঢাকা

বিয়ে করলেন সোহেল তাজ

জাবিতে ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে গিয়ে আটক হলেন ছাত্রদল নেতাও

মাটিতে মিশে যাচ্ছে ১১ গাড়ি, যন্ত্রাংশ চুরি

জাবি ছাত্রদলের সদস্যসচিবের ওপর হামলা চেষ্টা, ক্যাম্পাসে উত্তেজনা

সেকশন