হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে নছিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত ১ 

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বলই সড়কে নছিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী। তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছেন। তাঁদের মরদেহ টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রয়েছে।’

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বালিগাঁও বাজার থেকে আলুভর্তি একটি নছিমন টঙ্গিবাড়ীর দিকে যাচ্ছিল। এ ছাড়া টঙ্গিবাড়ী থেকে দুই আরোহী একটি মোটরসাইকেলে করে বালিগাঁওয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় বলই চান্দের বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেল ও নছিমনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলচালক সাইদ ভূঁইয়া (৪৫) ও নছিমন আরোহী স্বপন (৪০) ঘটনাস্থলে মারা যান। নছিমনের আরোহী হানিফ গুরুতর আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত সাঈদ ভূঁইয়া লৌহজং উপজেলার বন সেমন্ত গ্রামের আলী মুহাম্মদ ভূঁইয়ার ছেলে। অপর নিহত স্বপন নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার বক্তাবলী এলাকার চর প্রসন্ননগর গ্রামের এনায়েত মিয়ার ছেলে।

এ বিষয়ে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফেরদৌস নাহার বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দুজনকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। অপর আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩