হোম > সারা দেশ > টাঙ্গাইল

কলেজছাত্র হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে আব্দুর রাজ্জাক

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে টাঙ্গাইল কারাগার থেকে থানায় নিয়ে আসে পুলিশ।

সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে রিমান্ডে আনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলছিল। এ সময় একদল দুষ্কৃতকারী গোড়াই হাইওয়ে থানায় হামলা করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে গোপালপুর এলাকার হিমনগর গ্রামের ইমন সেখানে গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ আগস্ট তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। ইমন হিমনগর ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন।

নিহত ইমনের ভাই সুমন বাদী হয়ে ১৯ আগস্ট মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে প্রধান আসামি করা হয়।

এদিকে, গত ১৪ অক্টোবর আব্দুর রাজ্জাককে ঢাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ১১ নভেম্বর তাঁকে টাঙ্গাইলে মির্জাপুর আমলী আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালতের বিচারক ইসমত আরা পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মির্জাপুর থানা ছাড়াও অপর দুই মামলায় আব্দুর রাজ্জাককে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ৪ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় তাঁর নামে মধুপুর থানায় একটি মামলা হয়েছে। এই মামলায় ৫ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া ৫ আগস্ট স্কুলছাত্র মারুফ হত্যাকাণ্ডের ঘটনায় করা জেলার সদর থানার মামলায় ৫ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য