হোম > সারা দেশ > টাঙ্গাইল

হাঁটার গুরুত্ব বোঝাতে যুবকের ৩২ কিলোমিটার পদযাত্রা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

৩২ কিলোমিটার পদযাত্রা করা যুবক বিপ্লব হোসেন মল্লিক। ছবি: আজকের পত্রিকা

সুস্থ থাকার পাশাপাশি মানুষকে হাঁটতে উদ্বুদ্ধ করতে চান বিপ্লব হোসেন মল্লিক (২৮)। তাই নিজের জন্মদিনে হাঁটার গুরুত্ব বোঝাতে ৩২ কিলোমিটার পদযাত্রা করলেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার এই যুবক।

আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সখীপুর সদর থেকে তিনি পদযাত্রা শুরু করেন। বেলা সাড়ে ৩টার দিকে টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে পৌঁছান। এতে তিনি ৩২ কিলোমিটার হেঁটে গন্তব্যে পৌঁছান। বিপ্লব মল্লিক উপজেলার প্রতিমা বংকী গ্রামের বাহাদুর হোসেন মল্লিকের ছেলে।

জানতে চাইলে বিপ্লব হোসেন মল্লিক আজকের পত্রিকাকে বলেন, ‘ছোটবেলা থেকেই সকালে হাঁটার অভ্যাস রয়েছে। আমার কাছে গ্রাম ও প্রকৃতির কাছাকাছি থাকা সব সময়ই আনন্দের। পায়ে হাঁটলে মন ও শরীর ভালো থাকে। সুস্থ থাকার সঙ্গে সরাসরি সংযোগ রয়েছে এই হেঁটে চলা প্রক্রিয়ার। পায়ে হাঁটার গুরুত্ব বোঝাতে ও জন্মদিনকে স্মরণীয় করে রাখতেই আজকের এই পদযাত্রা।’

বিপ্লব মল্লিক আরও বলেন, ‘প্রথমে সখীপুর থেকে টাঙ্গাইল সদর পর্যন্ত ৩৭ কিলোমিটার হাঁটার পরিকল্পনা ছিল। কিন্তু নলুয়া-বাসাইল সড়ক হয়ে বাংড়া এলাকায় পৌঁছালে পায়ে তলায় ফোসকা পড়ে যায়। পরে দাপনাজোর রেললাইন ধরে পায়ের গোড়ালিতে ভর করে ধীরে ধীরে টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশন পর্যন্ত যাই। এতে আমার ৩২ কিলোমিটার হাঁটা হয়েছে। একটু কষ্ট হয়েছে, তবে লক্ষ্যে পৌঁছাতে পেরে খুব ভালো লাগছে। যাত্রাপথে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচিত-অপরিচিত অনেকেই সঙ্গ দিয়েছেন ও উৎসাহ জুগিয়েছেন।’

বিষয়টি জেনে সখীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন মুকুল আজকের পত্রিকাকে বলেন, ‘বিপ্লব হোসেন মল্লিকের পদযাত্রা অন্যদের জন্য অনুপ্রেরণা হবে। তাঁকে দেখে তরুণ প্রজন্ম সুস্বাস্থ্যের জন্য হাঁটতে উদ্বুদ্ধ হবেন বলে আশা করি। কারণ, নিয়মিত পায়ে হাঁটলে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা যায়। আমি ব্যক্তিগতভাবে বিপ্লব মল্লিককে অভিনন্দন জানাই। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমকে পৃষ্ঠপোষকতা করা আমাদের সকলের দায়িত্ব।’

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য