হোম > সারা দেশ > ঢাকা

আমরা যত সুস্থ থাকব, দেশের অর্থনীতি তত ভালো থাকবে: বিএসএমএমইউ উপাচার্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রোগ যত কম হবে দেশের মানুষ অর্থনৈতিকভাবে ততটাই ভালো থাকবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের মাস্টার্স ইন পাবলিক হেলথ (এমপিএইচ) ওরিয়েন্টশন প্রোগ্রামে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শারফুদ্দিন আহমেদ বলেন, রোগ হলে কাজ বন্ধ থাকবে, ফলে উৎপাদনশীলতা কমে যাবে। আমরা যত সুস্থ থাকব, দেশের অর্থনীতি তত ভালো থাকবে। এ জন্য আমাদের প্রতিকারের চেয়ে প্রতিরোধের দিকে বেশি নজর দিতে হবে। এ কাজে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগ অগ্রণী ভূমিকা পালন করবে বলেও জানান উপাচার্য।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের গবেষণার ফলে স্বাস্থ্য খাতে প্রধানমন্ত্রী বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। দিন যাচ্ছে এ বিভাগের গুরুত্ব ততটাই বাড়ছে। করোনা মহামারির মধ্যে পাবলিক হেলথের গুরুত্ব বহুগুণ বেড়েছে। প্রধানমন্ত্রীও গবেষণায় বিশেষ জোর দিয়েছেন। জনস্বাস্থ্যবিদেরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

অনুষ্ঠানে বিভাগে নতুন ভর্তি ১৬ জন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিভাগটির সহকারী অধ্যাপক ডা. মারুফ হক খান নবীন শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় ও বিভাগ নিয়ে একটি প্রেজেন্টেশন প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের অধ্যাপক ডা. মো. আতিকুল হক। 

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

সেকশন