হোম > সারা দেশ > গাজীপুর

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

সড়কে পড়ে ছিল মোটরসাইকেল। পাশেই পড়ে ছিলেন আহত এক যুবক । সে অবস্থায় থেকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তাঁকে। অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর নেওয়ার পথে মারা যান তিনি। গতকাল সোমবার সন্ধ্যায় ৬টার দিকে গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের জলপাইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

 দুর্ঘটনায় নিহত যুবকের নাম মো. রাজিব (২৫)। তিনি উপজেলার বারিষাব ইউনিয়নের বারাব গ্ৰামের মাহফুজুর রহমানের ছেলে। 

কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর মিয়া এসব তথ্য নিশ্চিত করেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, এক যুবককে মোটরসাইকেলসহ সড়কে পড়ে থাকতে দেখেন তাঁরা। মুমূর্ষু অবস্থায় সেখান থেকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

বারিষাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আতাউর রহমান বাবলু বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে সড়ক দুর্ঘটনায় রাজিব নামে এক যুবকের মৃত্যু হয়েছে জানার পর কাপাসিয়া থানা ওসিকে বিষয়টি অবহিত করি। দুই নম্বর ওয়ার্ডের মেম্বারকেও বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।’

কাপাসিয়া থানার ওসি মো. আবুবকর মিয়া বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় রাজিব নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা কেউই বলতে পারছে না। তবু বিষয়টি পুলিশ তদন্ত করবে। পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি। পেলে অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে