ঢাবি প্রতিনিধি
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শুক্রবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করবে প্রত্যাশীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালনের সময় এ ঘোষণা দেন ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের আহ্বায়ক শরিফুল হাসান শুভ।
শুভ গণমাধ্যমকে বলেন, ‘২০২৩ সালের আগস্ট মাস থেকে আমরা লাগাতার আন্দোলন করে আসছি, আমাদের কথা কেউ শুনছে না। অনেকেই আশ্বাস দিয়েছেন, অনেক এমপিও সুপারিশ করেছেন। ৩৫ এর দাবি নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়েও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল চিঠি দিয়েছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘আমরা সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে ৩৫ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। আন্দোলনের ফসল নিয়ে আমরা ঘরে ফিরব।’
এ দিকে বৃহস্পতিবার সন্ধ্যায় মামিনুর রহমান নামের এক শিক্ষার্থী প্রতীকী প্রতিবাদের মধ্য দিয়ে তাঁর অর্জিত সনদ ছিঁড়ে ফেলেন এবং মোমবাতি প্রজ্বলন করেন।