হোম > সারা দেশ > ঢাকা

শুক্রবার বিকেলে সমাবেশ করবে ৩৫ প্রত্যাশীরা 

ঢাবি প্রতিনিধি

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শুক্রবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করবে প্রত্যাশীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালনের সময় এ ঘোষণা দেন ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের আহ্বায়ক শরিফুল হাসান শুভ। 

শুভ গণমাধ্যমকে বলেন, ‘২০২৩ সালের আগস্ট মাস থেকে আমরা লাগাতার আন্দোলন করে আসছি, আমাদের কথা কেউ শুনছে না। অনেকেই আশ্বাস দিয়েছেন, অনেক এমপিও সুপারিশ করেছেন। ৩৫ এর দাবি নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়েও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল চিঠি দিয়েছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে না।’ 

তিনি আরও বলেন, ‘আমরা সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে ৩৫ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। আন্দোলনের ফসল নিয়ে আমরা ঘরে ফিরব।’ 

এ দিকে গত ১১ মে প্রধানমন্ত্রীর বাসভবন অভিমুখে কর্মসূচিকে কেন্দ্র করে মিথ্যা মামলা প্রত্যাহার ও দ্রুত প্রজ্ঞাপন চেয়ে রাজু ভাস্কর্য অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ কর্মসূচিসহ প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন চলমান থাকবে বলে জানান ৩৫ প্রত্যাশীরা। 

এ দিকে বৃহস্পতিবার সন্ধ্যায় মামিনুর রহমান নামের এক শিক্ষার্থী প্রতীকী প্রতিবাদের মধ্য দিয়ে তাঁর অর্জিত সনদ ছিঁড়ে ফেলেন এবং মোমবাতি প্রজ্বলন করেন।

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে