হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি স্থাপনের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি

আজকের পত্রিকা ডেস্ক­

ফার্মেসি ও মেরামত কেন্দ্র স্থাপনের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলপাড়া এলাকায় জরুরি মেডিসিন সেবা ও বাইসাইকেল-মোটরসাইকেল মেরামতের সুবিধা নিশ্চিত করতে ফার্মেসি এবং মেরামত কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছে শিক্ষার্থীদের একটি দল। আজ রোববার (১২ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানকে এ বিষয়ে স্মারকলিপি দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদেরের নেতৃত্বে একদল শিক্ষার্থী।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জরুরি মেডিসিন সেবা ও বাইসাইকেল-মোটরসাইকেল মেরামত করা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ার শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। জরুরি মুহূর্তে মেডিসিন সেবা পেতে রাত-বিরাতে শিক্ষার্থীদের দূরদূরান্তে যেতে হয়। টিউশনি ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে সাইকেল ও মোটরসাইকেল শিক্ষার্থীদের সবচেয়ে প্রয়োজনীয় বাহন।

কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সাইকেল ও মোটরসাইকেল মেরামতের কোনো সুবিধা বিশ্ববিদ্যালয়ের ভেতরে নেই। তাই জরুরি ভিত্তিতে হলপাড়ায় এ দুটি পরিষেবা স্থাপন করতে হবে। এ সময় উপাচার্য এ সমস্যার সমাধান করতে পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন ঢাবি শিক্ষার্থী লিমন হাসান, আব্দুল্লাহ মু তানভীর, আহমেদ হোসেন জনি, নুরুল গণি ছগীর ও হাসিবুল ইসলাম।

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি