হোম > সারা দেশ > ঢাকা

কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে ঢাবি-বুয়েট শিক্ষার্থীদের শাহবাগ ব্লকেড

ঢাবি সংবাদদাতা

মঙ্গলবার (২২ এপ্রিল) রাত পৌনে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শাহবাগে এসে এ ব্লকেড শুরু করেন। ছবি: আজকের পত্রিকা

খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড (অবরোধ) কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত পৌনে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শাহবাগে এসে এ ব্লকেড শুরু করেন। রাত ১১টার পর বুয়েটের শিক্ষার্থীরা তাঁদের সঙ্গে যোগ দেন।

সরেজমিনে দেখা যায়, শাহবাগ চত্বরের চারদিকে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এই অবস্থানের কারণে শাহবাগের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে শাহবাগের চারদিকের সড়কে ক্রমান্বয়ে যানজট বাড়তে থাকে। শাহবাগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত থাকলেও সাড়ে ১১টা পর্যন্ত তাঁদের কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাত পৌনে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শাহবাগে এসে এ ব্লকেড শুরু করেন। ছবি: আজকের পত্রিকা

শাহবাগের অবস্থান থেকে শিক্ষার্থীরা কুয়েটের উপাচার্যের পদত্যাগ চেয়ে নানা স্লোগান দেন। মিছিলে তাঁরা ‘দফা এক দাবি এক, কুয়েট ভিসির পদত্যাগ’, ‘কুয়েট ভিসি চায় কী, গোলামি আর দালালি’; ‘দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না’, ‘আমার ভাই অনশনে, ভিসি কেন সিংহাসনে’ ইত্যাদি স্লোগান দেন।

ব্লকেড কর্মসূচির অন্যতম সংগঠক শাহেদ ইমন বলেন, ‘আমরা এক থেকে দেড় ঘণ্টা এ কর্মসূচি অব্যাহত রাখব।’

আব্দুর রহমান ফাহাদ বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে ব্লকেড চলমান রাখব। প্রশাসন থেকে দাবি পূরণের কোনো আশ্বাস না পাওয়া পর্যন্ত আমাদের এ কর্মসূচি চলবে।’

এর আগে রাত ৮টায় মধুর ক্যানটিনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা কুয়েট উপাচার্যকে মঙ্গলবার রাত ১০টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেন। এর মধ্যে পদত্যাগ না করলে তাঁরা শাহবাগ ব্লকেডের ঘোষণা দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়