নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মুগদা থানার মাণ্ডা এলাকায় মমতাজ আক্তার মরনি (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর ১৪ বছর বয়সী ছেলেকে হেফাজতে নিয়েছে পুলিশ। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, মুগদার মাণ্ডা এলাকায় ছেলের হাতে মায়ের মৃত্যুর ঘটনার খবর পেয়ে থানার পুলিশ সেখানে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত নারীর ১৪ বছর বয়সী ছেলে তাঁর মায়ের গলায় ঘুষি মারে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ওসি মজিদ আরও বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ছেলে থানা হেফাজতে আছে।