Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

স্ত্রীর যৌতুকের মামলায় দিল্লিতে নিযুক্ত পররাষ্ট্র কর্মকর্তা কারাগারে

মাদারীপুর প্রতিনিধি

স্ত্রীর যৌতুকের মামলায় দিল্লিতে নিযুক্ত পররাষ্ট্র কর্মকর্তা কারাগারে

মাদারীপুরে স্ত্রীর করা যৌতুকের মামলায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আব্দুল ওয়াদুদ আকনকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তিনি আদালতে হাজির হয়ে জামিন চাইলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক মো. সাজিদ উল হাসান চৌধুরী তা নামঞ্জুর করে কারাগারে পাঠানো আদেশ দেন। 

পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মো. আব্দুল ওয়াদুদ আকন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার তারাটি পশ্চিম চরপাড়া গ্রামের বাসিন্দা। নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে কাউন্সিলর (রাজনৈতিক ১) হিসেবে কর্মরত।

মাদারীপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম কিবরিয়া আজকের পত্রিকাকে বলেন, ২০২২ সালে ৭ অক্টোবর ৪০ লাখ টাকা ও ঢাকার আফতাব নগরে পাঁচ কাঠা জমির প্লট যৌতুক দাবির অভিযোগ এনে আসামির বিরুদ্ধে তাঁর স্ত্রী জারিন রাফা নীলান্তি আদালতে মামলা করেন। এই মামলায় আজ তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ১৭ এপ্রিল মামলার বাদী জারিন রাফা নীলান্তির (২৬) সঙ্গে মো. আব্দুল ওয়াদুদ আকনের (৩৭) বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি কন্যা সন্তান আছে। ২০২২ সালে ৭ অক্টোবর বাদীর মাদারীপুরের এক আত্মীয়ের বাসায় আসামি স্ত্রীর কাছে ৪০ লাখ টাকা ও আফতাব নগরে পাঁচ কাঠা জমির প্লট যৌতুক দাবি করেন। 

এ বিষয়ে বাদী জারিন রাফা নীলান্তির মোবাইলে কল করা হলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

অস্ত্রের সঙ্গে গুলির অমিল, থমকে গেল প্রশিক্ষণ

বন্ধের পথে শিল্প উৎপাদন

পারভেজ হত্যাকাণ্ডে আলোচিত সেই দুই ছাত্রীকে আটক করতে জুরাইনে অভিযান

এবার যেকোনো মূল্যে ধান–চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করবে সরকার : খাদ্যসচিব

অটোরিকশায় না চড়া ও ফুটপাত থেকে কেনাকাটা না করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

পারভেজ হত্যা: আদালতে দুই আসামির দায় স্বীকার

প্রবাসীর স্ত্রীর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

মডেল মেঘনা আলমের জামিন নামঞ্জুর

মিরপুরে পথচারী পারাপারে সিগন্যাল লাইট চালু

চিকিৎসার দাবিতে গণ-অভ্যুত্থানে আহতদের মানববন্ধন