সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-১ আসন থেকে বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী মাহী বি চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
আজ রোববার দুপুরে আপিল শুনানি শেষে তাঁর মনোনয়ন বৈধ করা হয়।
৩ ডিসেম্বর মাহী বি. চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়। বাতিলের কারণ হিসেবে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আবু জাফর রিপন জানিয়েছেন মাহী বি. চৌধুরী একটি প্রতিষ্ঠানের ঋণের জামিনদার ছিলেন। ওই প্রতিষ্ঠান ঋণখেলাপি বলে বাংলাদেশ ব্যাংক থেকে তথ্য দেওয়া হয়েছিল।