মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর মনোহরদীতে পলিথিন মোড়ানো অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। আজ রোববার ভোরে মনোহরদী সরকারি কলেজের শহীদ মিনারসংলগ্ন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় নবজাতকটি উদ্ধার করা হয়। নবজাতকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এলাকাবাসী জানান, রোববার ভোরে কলেজের শহীদ মিনারসংলগ্ন স্থানে পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতক মাটিতে পড়ে ছিল। পথচারীরা তার কান্নার শব্দ শুনে সেখানে গিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় দেখতে পান। এ সময় চন্দনবাড়ী এলাকার শরীফ-শান্তা দম্পতি নবজাতটিকে সেখান থেকে নিয়ে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নবজাতটি কন্যাসন্তান এবং এখনো পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল হাসান মাহমুদ জানান, অসুস্থ নবজাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তার অবস্থা আগের চেয়ে ভালো।