হোম > সারা দেশ > ঢাকা

ইঁদুর ধরার ফাঁদে আটকা পড়ল গন্ধগোকুল

মাদারীপুর প্রতিনিধি

ফাঁদে ধরা পড়া গন্ধগোকুল। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরে ইঁদুর ধরার ফাঁদ থেকে একটি গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে মাদারীপুরের বন বিভাগ খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে প্রাণীটিকে অবমুক্ত করার জন্য নিয়ে আসেন।

এর আগে মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে মাদারীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাকদী এলাকায় এটি ধরা পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাকদী এলাকার কৃষক মনির তালুকদার তাঁর বাড়ির পাশে একটি বাগানে ইঁদুর মারা জন্য খাঁচা পেতে রাখেন। রাতে বাগানে গেলে তিনি দেখতে পান একটি বিরল প্রজাতির প্রাণী খাঁচাতে আটকে আছে। পরে তিনি খাঁচাটি বাড়িতে নিয়ে এসে অন্য একটি বড় খাঁচায় সংরক্ষণ করেন। এ ধরনের প্রাণীর খবর পেয়ে আশপাশের লোকজন এক নজর দেখার জন্য মনির তালুকদারের বাড়িতে ভিড় করেন।

আজ বুধবার দুপুরে খবর পেয়ে মাদারীপুর বন বিভাগ থেকে লোক এসে প্রাণীটিকে অবমুক্ত করার জন্য নিয়ে যান। এ সময় তারা বলেন, বিরল এই গন্ধগোকুল প্রাণীটিকে খুলনা বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

স্থানীয় মহসিন, আরিফুর রহমান, ফয়সাল, কাওসার জানান, বিলুপ্ত এই প্রাণীটিকে কেউ তাল খাটাশ, কেউ ভোন্দর, আবার কেউ সাইরেল বলছেন। মূলত বনজঙ্গল ও পুরোনো এলাকার গাছপালায় এই প্রাণীটিকে দেখা যায়। এর শরীর থেকে পোলাও চালের মতো সুগন্ধ বের হয়। তাই এর নাম গন্ধগোকুল।

মাদারীপুরের বন বিভাগ অফিসের বাগান মালি মো. হুমায়ুন কবির বলেন, ‘এক সময়ে গন্ধগোকুল প্রাণী অনেক দেখা যেত। তবে এখন আর দেখা যায় না। খবর পেয়ে আমরা প্রাণীটি নিয়ে এসেছি। পরে এই বিরল প্রাণীটিকে খুলনা বনাঞ্চলে অবমুক্ত করা হবে।’

কবি নজরুলের নাতির চিকিৎসায় বার্ন ইনস্টিটিউটে মেডিকেল বোর্ড

নগরকান্দায় ঢাল-সড়কি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ওসিসহ আহত ২০

শীর্ষ সন্ত্রাসী ইমন এলিফ্যান্ট রোডের হামলায় জড়িত নন, মায়ের দাবি

রাজধানীর হাজারীবাগে ইডেন কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কবি নজরুলের নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

ছবিতে হারানো দিনের ঢাকা

বিয়ে করলেন সোহেল তাজ

জাবিতে ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে গিয়ে আটক হলেন ছাত্রদল নেতাও

মাটিতে মিশে যাচ্ছে ১১ গাড়ি, যন্ত্রাংশ চুরি

জাবি ছাত্রদলের সদস্যসচিবের ওপর হামলা চেষ্টা, ক্যাম্পাসে উত্তেজনা

সেকশন