হোম > সারা দেশ > ঢাকা

কবি নজরুল কলেজ ছাত্রলীগ সভাপতির অস্বাভাবিক মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর বংশালে নিমতলী এলাকার একটি বাসায় ওয়াসিম রানা (২৯) নামে এক ছাত্রলীগ নেতার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি সরকারি কবি নজরুল কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন। রানা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে তাঁর বন্ধু ও সহপাঠীরা জানিয়েছেন।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে বংশাল নিমতলী এলাকার বাসা থেকে ওয়াসিম রানাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত  চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে রানার বন্ধু ইমরান হোসেন বাবু জানান, রানা সরকারি কবি নজরুল কলেজ ছাত্রলীগের সভাপতি। ওই কলেজে ইসলামিক স্টাডিজে মাস্টার্সের ছাত্র ছিলেন। বংশালের নিমতলীর ছাতা মসজিদ এলাকায় শেখ বোরহান উদ্দিন কলেজের পেছনের একটি বাসায় তাঁর এক ভাগনেকে নিয়ে থাকতেন।

ইমরান আরও জানান, ‘রাতে তাঁর ভাগনে বাসায় গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পায়। অনেক ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে আমাদের খবর দেয়। বাসায় গিয়ে দরজা ভেঙে দেখা যায় রানা ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলে আছেন। দ্রুত তাঁকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে আসা হয়।’

ইমরান জানান, রানার বাড়ি বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার হিজলা গ্রামে। বাবা মৃত এনায়েত হোসেন মোল্লা। তাঁর এক ভাই কিছুদিন আগে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর থেকে রানা বিষণ্নতায় ভুগছিলেন। প্রায়ই চুপচাপ থাকতেন। 

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, বংশালের নিমতলীর বাসা থেকে ওই ছাত্রলীগ নেতাকে তাঁর বন্ধু ও সহপাঠীরা অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁরা জানান, তিনি গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, ‘সরকারি কবি নজরুল কলেজ ছাত্রলীগ সভাপতি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর আমরা পেয়েছি। বিস্তারিত জানতে কাজ করছে পুলিশ।’

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন