হোম > সারা দেশ > ঢাকা

৪০ দিন ধরে হাসপাতালের বারান্দায়, খোঁজ মেলেনি অজ্ঞাত সেই নারীর

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 

ঝিনাইদহের কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় অচেতন শুয়ে আছেন পঞ্চাশোর্ধ্ব বয়সের অজ্ঞাত পরিচয়ের এক নারী। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় অচেতন শুয়ে আছেন পঞ্চাশোর্ধ্ব বয়সের অজ্ঞাত পরিচয়ের এক নারী। প্রায় ৪০ দিন হলে গেলেও কোনো পরিচয় মেলেনি তাঁর। শুধু খাবার ছাড়া কোনো চিকিৎসা সেবা নিচ্ছেন না তিনি। এ নিয়ে বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

তবে স্বজনদের খোঁজ না পাওয়া পর্যন্ত হাসপাতাল থেকে সব ধরনের ব্যবস্থা চালিয়ে নেওয়ায় হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল-মামুন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় কে বা কারা কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ওই নারীকে রেখে যান। সেদিন থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু ওয়ার্ডের সামনের বারান্দায় শুয়ে আছেন তিনি। তাঁকে চিকিৎসা সেবা দিতে গেলেও নিচ্ছেন না তিনি। তবে খাবার আর পানি দিলে তা খেয়ে আবারও শুয়ে থাকছেন।

এ ব্যাপারে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল-মামুন বলেন, ‘গত ২৭ অক্টোবর সন্ধ্যায় কে বা কারা ওই নারীকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে রেখে যান। সেই থেকে আমরা তাঁকে ভর্তি করে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। খাবার সরবরাহ করছি। তবে এখনো পর্যন্ত তাঁর কেউ খোঁজ করেনি।’

তিনি আরও বলেন, ‘এতে করে একটু বেকায়দা পড়েছি আমরা। তাঁকে দেখে তেমন অসুস্থ মনে হচ্ছে না। আবার চিকিৎসা সেবাও নিচ্ছেন না। তবে খাবার খেয়ে আবার শুয়ে থাকছেন।’

আমানুল্লাহ আল-মামুন বলেন, ‘ওই অজ্ঞাত নারী স্বাস্থ্য কমপ্লেক্সে ৪০ দিন যাবৎ আছেন। এখান থেকেই সবকিছু দেওয়া হচ্ছে। আর যত দিন তাঁর স্বজনদের না পাওয়া যায়, তত দিন পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই ব্যবস্থা করা হবে।’

এ বিষয়ে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘বিষয়টি আমাকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফোন করে জানিয়েছিল। আমি তাঁদের স্থানীয় সমাজ সেবা অফিসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছি। কারণ এ ধরনের সহায়তা একমাত্র সমাজ সেবাই দিতে পারেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উছেন মে বলেন, ‘বিষয়টি আমার জানা নাই। আপনাদের কাছ থেকে জানতে পারলাম। তবে খোঁজ-খবর নিয়ে দেখব।’

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

সেকশন