বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের নিরপেক্ষভাবে তদন্তসহ মানবাধিকার রক্ষায় আইন ও সালিস কেন্দ্র (আসক) ১৫টি সুপারিশ করেছে। আজ রোববার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ২০২৩’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আসকের নির্বাহী পরিচালক ফারুক ফয়সাল সুপারিশগুলো তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন আসকের চেয়ারপারসন আইনজীবী জেড আই খান পান্না।
ফারুক ফয়সাল বলেন, ‘মানবাধিকার রক্ষায় বিভিন্ন সময়ে সরকারের পক্ষ থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তার বাস্তবায়নও সরকারের দায়িত্ব। জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণি নির্বিশেষে সকলের জন্য মর্যাদাপূর্ণ ও সমঅধিকার নিশ্চিত করতে সরকার ও নাগরিক সমাজের সম্মিলিত প্রয়াস প্রয়োজন বলে আমরা মনে করি।’
আসকের পক্ষ থেকে করা সুপারিশসমূহ হচ্ছে: