কিশোরগঞ্জের তাড়াইলের রাউতি ইউনিয়নের পুরুড়া গ্রামে নাতির মোটরসাইকেল চাপায় দাদির মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত সখিনা আক্তার (৬০) পুরুড়া গ্রামের ইসলাম উদ্দিনের স্ত্রী।
নিহতের স্বজনেরা জানান, সখিনা আক্তার (৬০) নিজ বাড়ির আঙিনায় গৃহস্থালির কাজ করার সময় নাতি হোসাইনের (২২) মোটরসাইকেল চাপা পড়ে। পরে ডাক চিৎকারে আশপাশের লোকজন সখিনাসহ মোটরসাইকেল চালক নাতি হোসাইন (২২) এবং আরোহী কাওসারকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক সখিনা আক্তারকে মৃত ঘোষণা করেন।
নিহত সখিনার পরিবার জানায়, মোটরসাইকেল চালক হোসাইন সম্পর্কে নিহত সখিনার চাচাতো ভাইয়ের নাতি।
এদিকে আহত হোসাইন এবং কাওসারকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত সখিনা আক্তারের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সখিনা আক্তারের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।