হোম > সারা দেশ > ঢাকা

কাইয়ুম চৌধুরীকে অব্যাহতি, বারডেমের নতুন ডিজি ডা. ফয়সাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বারডেম জেনারেল হাসপাতালের নতুন মহাপরিচালক (ডিজি) ডা. মির্জা মাহবুবুল হাসান ফয়সাল। ছবি: সংগৃহীত

চিকিৎসকদের তোপের মুখে বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক এম কে আই কাইয়ুম চৌধুরীকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ পদে ডা. মির্জা মাহবুবুল হাসান ফয়সালকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস)।

আজ রোববার সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিনের সই করা এক চিঠিতে অব্যাহতির বিষয়টি জানানো হয়।

বাডাস সূত্রে জানা যায়, দুর্নীতিসহ নানা অভিযোগে সাবেক মহাপরিচালক কাইয়ুম চৌধুরীর পদত্যাগ চাচ্ছিলেন চিকিৎসকেরা। তিনি ৩২ দিন ধরে ছুটিতে ছিলেন। রোববার তিনি বহিরাগত কয়েকজনকে নিয়ে হাসপাতালে প্রবেশ করেন এবং নিজের রুমে বসেন। তখন চিকিৎসকেরা এর বিরোধিতা করেন। কাইয়ুম চৌধুরীর বহিষ্কারের দাবিতে আগামীকাল সোমবার থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দেন চিকিৎসকেরা। পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতি পরিচালনা পর্ষদ তাৎক্ষণিক বৈঠকে বসে এবং কাইয়ুম চৌধুরীকে অব্যাহতির সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে নতুন মহাপরিচালক পদে ডা. মির্জা ফয়সালকে নিয়োগ দেওয়া হয়।

২০২০ সালের জুলাই মাসে কাইয়ুম চৌধুরী মহাপরিচালক হিসেবে নিয়োগ পান। পরবর্তী সময়ে তাঁর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ চলতি বছরের ২০ জুন পর্যন্ত করা হয়েছিল।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য