ঢাকার জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন ঢাকায় কর্মরত কয়েকজন বিচারককে নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনি এই পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মাসফিকুল ইসলাম এবং জেলা জজশিপ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসির বিভিন্ন পদমর্যাদার বিচারকেরা।
এর আগে সিনিয়র জেলা জজ মো. হেলাল উদ্দিন ২৭ ফেব্রুয়ারি ঢাকার জেলা ও দায়রা জজ হিসেবে যোগদান করেন।