Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

শহীদ মিনারে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে: ডিএমপি কমিশনার

শহীদ মিনারে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে: ডিএমপি কমিশনার
শহীদ মিনারে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী। ছবি: আজকের পত্রিকা

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণ নিয়েও সতর্ক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, শহীদ মিনারে তিন থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের সঙ্গে র‍্যাবসহ অন্যান্যরা সমন্বয় করে কাজ করছে।

তিনি আরও বলেন, শুক্রবার রাত ১২টা ১ মিনিট থেকে শুরুতে ভিভিআইপিরা শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন। তারপর ভিআইপিরা শ্রদ্ধা জানাবেন। এরপর রাত ১২টা ৪০ মিনিট থেকে শহীদ মিনারে সাধারণ নাগরিকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। পলাশী মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ও জগন্নাথ হলের রাস্তা ধরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারবেন তারা।

আজ বিকেল ৫টার পর থেকে এবং রাত ৮টার পর থেকে পুলিশ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে বলে জানান সাজ্জাত আলী। তিনি বলেন, ‘এখনো আমরা কোনো আশঙ্কা দেখছি না। প্রবেশের ক্ষেত্রে মেটাল ডিটেক্টরের পাশাপাশি ম্যানুয়ালি দেহ তল্লাশির ব্যবস্থা থাকবে। কোনোরূপ দাহ্য পদার্থ বা বিস্ফোরক নিয়ে কেউ প্রবেশ করতে পারবে না।’

শহীদ মিনারের চারপাশে ১ কিলোমিটার এলাকার মধ্যে পুলিশের মোবাইল টিম সতর্ক অবস্থায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে বলে জানান সাজ্জাত আলী।

নগরীর আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে ডিএমপি কমিশনার বলেন, বিচ্ছিন্ন দুই-একটা ঘটনা ব্যতীত নগরীতে বড় কোনো অপরাধ নেই। দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা বেশ ভালোই আছে।

তিনি বলেন, ‘দেশের ল অ্যান্ড অর্ডার খুব ভালো। আপনারা একটা-দুইটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো ঘটনা বলতে পারবেন না। দুদিন আগে একটি ঘটনা ঘটেছে উত্তরায়। যেটা ফেসবুকে ভাইরাল হয়েছে। ওখানে ৫ জন কিশোর গ্যাং বা এ ধরনের কেউ টঙ্গী থেকে এসে কাজটি করেছে। ওই ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাস দমন আইনে মামলা দেওয়া হয়েছে। তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। আমরা সফলভাবে এটা হ্যান্ডেল করছি।’

ট্রাফিক নিয়ন্ত্রণের বিষয়ে ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মো. সরওয়ার বলেন, ‘শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণে প্রচুর জনসমাগম হবে। এ জন্য ট্রাফিক বিভাগ এক কিলোমিটার এলাকায় সতর্ক অবস্থানে থাকবে। পাশাপাশি ৭টি পথে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এই ৭টি পথ হলো—শাহবাগ ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং, চানখাঁরপুল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, পলাশী ক্রসিং ও বকশীবাজার ক্রসিং।

তিনি আরও বলেন, ‘অন্যান্য বছর সন্ধ্যা ৬টায় যান চলাচল নিয়ন্ত্রণ শুরু হলেও এবার শহরের সার্বিক যানজটের কথা বিবেচনা করে সময় রাত ৯টা পর্যন্ত পিছিয়েছি। এর মধ্যে যান চলাচল সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হবে। শুক্রবার দুপুর আড়াইটা পর্যন্ত এই নিয়ন্ত্রণব্যবস্থা চলমান থাকবে।’

রানা প্লাজায় আন্তর্জাতিক সংস্থাকে উদ্ধারকাজ করতে দেয়নি আ.লীগ: আখতার হোসেন

সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়সহ ৪ ভাইয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঘুষের অভিযোগে দুদকের ফাঁদ অভিযান, ডিএসসিসির ওয়ার্ড সচিব গ্রেপ্তার

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

রূপনগরে অবৈধভাবে নির্মিত ৮টি গেট গুঁড়িয়ে দিয়েছে ডিএনসিসি

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, জবি রেজিস্ট্রারকে পদত্যাগে আলটিমেটাম

ডিএমপির সাবেক উপকমিশনার তানভীর ইমন সাময়িক বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে গেল বসতঘরে, প্রাণ গেল ঘুমন্ত নারীর

ভবিষ্যৎ স্থপতিদের অনুপ্রাণিত করতে ‘কেএসআরএম অ্যাওয়ার্ড’