উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর দক্ষিণখান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর দেড়টার দিকে দক্ষিণখানের ফায়দাবাদ মধ্যপাড়ার একটি পারিবারিক কবরস্থান থেকে শটগানটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, ফায়দাবাদ মধ্যপাড়ার মরহুম হাজী হোসেন আলীর পারিবারিক কবরস্থানের দক্ষিণপাশের ফাঁকা জায়গায় পরিত্যক্ত অবস্থায় একটি শটগান পড়ে আছে। পরবর্তীতে পুলিশ গিয়ে সেখান থেকে শটগানটি উদ্ধার করে।’
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।