হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

গাছ কাটা হলে শোকসভা হবে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে উন্নয়ন প্রকল্পের জন্য কাটা হয়েছে বেশ কিছু গাছ। আরও গাছ চিহ্নিত করা হয়েছে কাটার জন্য। এতে যেমন পরিবেশের ওপর প্রভাব পড়বে, তেমনি আবাস হারাবে পাখপাখালি। তাই প্রতিবাদমুখর হয়ে ওঠেন স্থানীয় পরিবেশকর্মীরা। এ পর্যন্ত তাঁরা বেশ কিছু কর্মসূচি পালন করেছেন। বিভিন্ন দপ্তরে দিয়েছেন স্মারকলিপি। কিন্তু কর্তৃপক্ষ বিষয়টিকে আমলে না নেওয়ায় গতকাল শনিবার সাইকেল শোভাযাত্রা করেছেন তাঁরা।

‘গাছ কাটা হলে শোকসভা হবে’সহ বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে গতকাল সকালে সাইকেল শোভাযাত্রা করে ‘শীতলক্ষ্যাপাড়ের গাছ রক্ষায় নারায়ণগঞ্জবাসী’ নামক সংগঠন। র‍্যালিটি শহরের ৩ নম্বর মাছঘাট এলাকা থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়ায় গিয়ে শেষ হয়।

কর্মসূচির বিষয়ে কবি আরিফ বুলবুল বলেন, ‘শীতলক্ষ্যাপাড়ের গাছ কাটা নিয়ে আমরা মর্মাহত। এই গাছগুলো দীর্ঘদিন ধরে মানুষ ও পাখিদের জন্য বড় আশ্রয়স্থল হিসেবে ছিল। ইতিমধ্যে প্রাকৃতিক পরিচ্ছন্নতাকর্মী হিসেবে পরিচিত কাক আশঙ্কাজনকভাবে কমে গেছে।

এখন গাছের অভাবে বাকি কাকগুলোও হারিয়ে যাবে। সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যেই সাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। আমরা দাবি রাখছি, অবিলম্বে গাছ কাটার এই উদ্যোগ থেকে কর্তৃপক্ষ যেন সরে আসে।’

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যসচিব শুভ দেব, গণসংহতির মহানগর নির্বাহী সমন্বয়ক পপি রাণী সরকার, উঠান থিয়েটারের সংগঠক শোয়েব মনির, আলোকচিত্রী জয় কে রায় চৌধুরী, সংস্কৃতিকর্মী রঞ্জিত কর্মকার, ছাত্র ফেডারেশনের জেলা সহসভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক সৃজয় সাহা প্রমুখ।

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে