Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

মাদারীপুরে সীমানা নিয়ে বিরোধে দুই ভাইয়ের মারামারি, নিহত ১ 

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে সীমানা নিয়ে বিরোধে দুই ভাইয়ের মারামারি, নিহত ১ 

মাদারীপুরের রাজৈরে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাই ও ছোট ভাইয়ের মধ্যে ধস্তাধস্তি ও মারামারি হয়। এ সময় ছোট ভাই লাভলু বয়াতী (৪৫) গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বদরপাশা ইউনিয়নের শংকরদী গ্রামে এ ঘটনা ঘটেছে। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার এসব তথ্য নিশ্চিত করেন। 

নিহত লাভলু বয়াতী (৪৫) শংকরদী গ্রামের ইস্রাফীল বয়াতীর ছেলে। এ ঘটনায় বড় ভাই বাবুল বয়াতীর স্ত্রী পারুল বেগমকে আটক করেছে পুলিশ। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির সীমানার জায়গা নিয়ে আপন দুই ভাই বাবুল বয়াতী ও লাভলু বয়াতীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে রোববার সন্ধ্যার পর বড় ভাই বাবুল বয়াতীর সঙ্গে ছোট ভাই লাভলু বয়াতীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে ধস্তাধস্তি ও মারামারি হয়। এ সময় ছোট ভাই লাভলু মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে গুরুতর আহত অবস্থায় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

প্রত্যক্ষদর্শী নিহতের বোন ফরিদা বেগম বলেন, ‘বাড়ির জায়গা নিয়ে আমার বড় ভাই ও ছোট ভাইয়ের মধ্যে মারামারি হয়। এ সময় ছোট ভাই মারা যান।’ 

নিহতের স্ত্রী নাছিমা বেগম বলেন, ‘আমার ভাশুর বাবুল বয়াতী আমার স্বামীকে মারধর করে মেরে ফেলেছেন। আমি এই হত্যার বিচার চাই।’ 

রাজৈর থানার ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, ‘এ ঘটনায় বড় ভাই বাবুল বয়াতী পলাতক রয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য বাবুল বয়াতীর স্ত্রী পারুল বেগমকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সাইনবোর্ড টাঙিয়ে বালু লুট বিএনপি নেতার

রমজান ও ঈদে টাকা পরিবহনে এসকর্ট সেবা দেবে ডিএমপি

শ্রীপুরে টাকার জন্য মা-বাবাকে মারধর মাদকাসক্ত ছেলের

সরকার অভ্যুত্থানের মর্মবস্তু ধারণ করতে ব্যর্থ: গণতান্ত্রিক অধিকার কমিটি

কীর্তিনাশায় হাত-পা ধুতে গিয়ে মিলল আরেক ‘ডাকাতের’ লাশ

আমির হোসেন আমু, স্ত্রী ও মেয়ের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

চার দফা দাবি আদায়ে ১০ মার্চ পর্যন্ত ম্যাটস শিক্ষার্থীদের আলটিমেটাম

মাদারীপুরে ট্রিপল মার্ডার: ইউপি চেয়ারম্যানসহ ২ জন গ্রেপ্তার

১৩ দফা দাবিতে শ্রমিক কর্মবিরতি, শ্রীপুরে সোয়েটার কারখানা বন্ধ ঘোষণা

ঈদের আগেই উত্তরখানের প্রধান সড়কের কার্পেটিং শেষ হবে: ডিএনসিসি প্রশাসক