Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

এবার হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী 

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

এবার হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মনিরুল ইসলাম নামের একজন গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক এমপি শামীম ওসমান, সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নিহতের ভাই নাজমুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

মামলার বিষয়টি বুধবার সকালে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক। 

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নারায়ণগঞ্জের থানাগুলোতে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, জুনায়েদ আলম পলক, শামীম ওসমান ও তার অনুসারীদের বিরুদ্ধে কয়েক ডজন মামলা হয়েছে। তবে কোনোটিতে আইভীর নাম ছিল না। এটি আইভির বিরুদ্ধে প্রথম মামলা।

মামলায় নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসানাত, আজমেরী ওসমান, অয়ন ওসমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, কাউন্সিলর মতি, নূর উদ্দিন মিয়া, শাহজালাল বাদল, শাহ নিজাম, আইভীর ভাই শহর যুবলীগের সাধারণ সম্পাদক আলী রেজা উজ্জ্বল, সাংবাদিক রাজু আহাম্মদ, অ্যাডভোকেট সুইটি ইয়াসমিন, কাউন্সিলর এনায়েত হোসেন, বিএনপির বহিষ্কৃত নেতা আতাউর রহমান মুকুলসহ ১৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, এক নম্বর আসামি ওবায়দুল কাদের সারা দেশের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সন্ত্রাসীদের  ছাত্র আন্দোলন প্রতিহত করার নির্দেশ দেন। এতে ২০ জুলাই ২ থেকে ৫ নম্বর আসামির (যথাক্রমে শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী ও কায়সার হাসানাত)  নেতৃত্বে ৩০০-৪০০ জন আওয়ামী সন্ত্রাসী বন্দুক, শাটারগান, পিস্তল, রামদা, চাপাতিসহ অত্যাধুনিক দেশি ও বিদেশি অস্ত্রে সজ্জিত হয়ে ছাত্র-জনতাকে প্রতিহত করার চেষ্টা করে। তখন আদমজী রোডের আল আমিন নগর পাওয়ার হাউসের সামনে থেকে তারা হাতে থাকা ককটেল বিস্ফোরণ ঘটাতে ঘটাতে এগোতে থাকে। এ সময় আসামিরা তাদের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে চারদিকে গুলি ছুড়তে থাকে। 

এজাহারে আরও বলা হয়, গার্মেন্টসকর্মী মিনারুল ইসলাম ২০ জুলাই সন্ধ্যা আনুমানিক ৬টায় মুজিব ফ্যাশনের সামনে পড়ে গেলে শামীম ওসমান হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়লে গুলি বাঁ কিডনির নিচে লাগে। তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়লে সঙ্গে থাকা ব্যক্তিরা তাঁকে অটোতে করে খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

ডিএমপির সাঁড়াশি অভিযানে ঢাকায় একদিনে গ্রেপ্তার ২৪৮

সাভারে ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, নিহত ২

টাঙ্গাইলে শিক্ষাসফরের ৪ বাসে ডাকাতি

চটপটির দোকান দেখিয়ে ২৩৪ কোটি টাকা ঋণ নেওয়া নওরোজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

গ্রামীণফোনের চাকরিচ্যুতদের ছত্রভঙ্গ করে কয়েকজনকে তুলে নিয়ে গেল পুলিশ

স্থানীয় নির্বাচন আগে করতে চাওয়া দুরভিসন্ধিমূলক: মির্জা আব্বাস

শতভাগ উৎসব ভাতার ঘোষণা না দিলে যমুনার সামনে ঈদের নামাজ পড়ার হুমকি শিক্ষকদের

গাজীপুরে রিসোর্ট থেকে ৪৪টি বন্য প্রাণী উদ্ধার

ডাসারে মানব পাচারের মামলায় ২ আসামি গ্রেপ্তার

সপরিবারে শামীম ওসমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা