Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ডিইউসিএসের বসন্ত উৎসব ১৫ মার্চ, ৫ ব্যক্তিকে দেওয়া হবে সম্মাননা 

ঢাবি প্রতিনিধি

ডিইউসিএসের বসন্ত উৎসব ১৫ মার্চ, ৫ ব্যক্তিকে দেওয়া হবে সম্মাননা 

ঋতুরাজ বসন্তকে ভিন্ন আঙ্গিকে উদ্‌যাপন করতে আগামী ১৫ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ (ডিইউসিএস) আয়োজন করতে যাচ্ছে ‘বসন্ত উৎসব’৷ এ উৎসবে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওয়াহিদা মল্লিক জলি, রুপা চক্রবর্তী, রহমত আলী, ফারুক আহমেদ ও ফেরদৌস আহমেদকে সম্মাননা প্রদান করা হবে।

আজ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিইউসিএসের সাধারণ সম্পাদক অনিক ধর।

অনিক ধর বলেন, ‘গ্রামীণ বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে আমরা নগরের জীবনে ফুটিয়ে তুলতে চাই, আমরা যে শেকড় থেকে এসেছি সেই শেকড়ে ফিরে যেতে চাই অন্তত কিছু সময়ের জন্য হলেও। গ্রাম থেকে আমাদের ঐতিহ্যগুলো হারিয়ে যাচ্ছে। এক টুকরো গ্রাম বাংলাকে ঢাকা শহরের বুকে নিয়ে আসা আমাদের লক্ষ্য।’

সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি জয়ন্ত ভৌমিক বলেন, ‘গ্রামীণ লোকজ মেলা, ফানুশ উৎসব এবং তারকা শিল্পীদের পরিবেশনায় মনোরম সাংস্কৃতিক সন্ধ্যা থাকবে। মেলায় পোশাক, অলংকার ও খাবারের স্টলের পাশাপাশি থাকছে নাগরদোলা, বানর নাচ, সাপের খেলা, পুতুল নাচ, বায়োস্কোপ, মোরগ লড়াই, পুঁথিপাঠ, কীর্তন, টিয়া পাখির সাহায্যে ভাগ্যগণনাসহ ঐতিহ্যবাহী গ্রামীণ লৌকিক সংস্কৃতির বাহারি সব আয়োজন।’

আলোচনা সভা ও গুণীজন সম্মাননা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদের আহমেদ পলক, উদ্বোধক হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড.মুহাম্মদ সামাদ। সংগঠনটির মডারেটর সাবরিনা সুলতানা চৌধুরীর সভাপ্রধান হিসেবে উপস্থিত থাকবেন৷ আলোচনা সভা শেষে সাংস্কৃতিক সংসদের সদস্য শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, কনসার্টে ব্যান্ড ‘আর্ক’ ও ‘গানপোকা’ সংগীত পরিবেশনা করবেন বলে জানান জয়ন্ত ভৌমিক।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বায়োজিন কসমিউটিক্যালসের বিজনেস ডেভেলপমেন্টের ম্যানেজার (অ্যাসিস্ট্যান্ট) নুসাইবা রহমান, ডিইউসিএসের প্রেস সেক্রেটারি কে.এম তানভীরুল হক প্রমুখ। 

উল্লেখ্য, সকাল ১০ টায় শুরু হয়ে রাত ৯.৪৫ মিনিটে বসন্ত উৎসব শেষ হবে। ইভেন্ট লিংক। বায়োজিন কসমিউটিক্যালস এর পৃষ্ঠপোষকতায় মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দৈনিক আজকের পত্রিকা।

সাইনবোর্ড টাঙিয়ে বালু লুট বিএনপি নেতার

রমজান ও ঈদে টাকা পরিবহনে এসকর্ট সেবা দেবে ডিএমপি

শ্রীপুরে টাকার জন্য মা-বাবাকে মারধর মাদকাসক্ত ছেলের

সরকার অভ্যুত্থানের মর্মবস্তু ধারণ করতে ব্যর্থ: গণতান্ত্রিক অধিকার কমিটি

কীর্তিনাশায় হাত-পা ধুতে গিয়ে মিলল আরেক ‘ডাকাতের’ লাশ

আমির হোসেন আমু, স্ত্রী ও মেয়ের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

চার দফা দাবি আদায়ে ১০ মার্চ পর্যন্ত ম্যাটস শিক্ষার্থীদের আলটিমেটাম

মাদারীপুরে ট্রিপল মার্ডার: ইউপি চেয়ারম্যানসহ ২ জন গ্রেপ্তার

১৩ দফা দাবিতে শ্রমিক কর্মবিরতি, শ্রীপুরে সোয়েটার কারখানা বন্ধ ঘোষণা

ঈদের আগেই উত্তরখানের প্রধান সড়কের কার্পেটিং শেষ হবে: ডিএনসিসি প্রশাসক