নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর তেজগাঁও এলাকার একটি ট্রাক স্ট্যান্ডের গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। আজ রোববার সকালে ৮টা ৫ মিনিটে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কর্মকর্তা তালহা জোবায়ের জানান, খবর পাওয়ামাত্র পাঁচ মিনিটের মধ্যে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।