নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আপিল বিভাগের সাবেক বিচারপতি জিনাত আরা। আজ বুধবার আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আইন কমিশন আইন, ১৯৯৬–এর ধারা ৫ (১) ও (২)-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার সাবেক বিচারপতি জিনাত আরাকে নিয়োগের তারিখ থেকে পরবর্তী তিন বছেরর জন্য আইন কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ করল।
এই পদে থাকাকালীন তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের প্রাপ্য বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর আইন কমিশনের চেয়ারম্যানের পদ থেকে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক পদত্যাগ করেন গত ১৩ আগস্ট। এর পর থেকেই পদটি ফাঁকা ছিল।