নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর কারওয়ান বাজার মোল্লাবাড়ি বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, রাত ৩টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে কাজ করেছে ১৩টি ইউনিট।
এর আগে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার দিবাগত রাত ২টা ২৩ মিনিটে তাঁরা অগ্নিকাণ্ডের খবর পান। ২টা ২৮ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছে। পরে আরও কয়েকটি ইউনিট গিয়ে যোগ দেয়।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।