হোম > সারা দেশ > ঢাকা

মোহাম্মদপুরে মায়ের বকুনির পর স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর লাবিব হাসান (১৬) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (১৩ মে) বেলা পৌনে ২টার দিকে মোহাম্মদপুর সি-ব্লকের আজিজ মহল্লায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিলে বেলা ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

লাবিব শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার বর্ষকাটি গ্রামের সরোয়ার হোসেনের ছেলে। বর্তমানে মোহাম্মদপুর আজিজ মহল্লার ষষ্ঠতলার বাসায় পরিবারের সঙ্গে থাকত এবং স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ত। 

মৃত লাবিবের বাবা মো. সরোয়ার হোসেন জানান, লাবিব জেদি প্রকৃতির ছিল। মোহাম্মদপুর গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণিতে পড়ত। ভালোমতো পড়াশোনা করত না এবং বাইরে বাজে ছেলেদের সঙ্গে আড্ডা দিত। এসব বিষয় নিয়ে দুপুরে মা লাভলী বেগম লাবিবকে বকাঝকা করেন। 

তিনি আরও জানান, মায়ের ওপর অভিমান করে নিজ রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় লাবিব। অনেকক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে ডাকাডাকি করা হয় লাবিবকে। পরে দরজা ভেঙে দেখা যায়, সে ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য