Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ফুল সংগ্রহ করতে যাওয়া শিশুকে ধর্ষণ: ধর্ষককে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

ফুল সংগ্রহ করতে যাওয়া শিশুকে ধর্ষণ: ধর্ষককে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম
প্রতীকী ছবি।

রংপুরের মিঠাপুকুরে ভাষাশহীদদের শ্রদ্ধা জানানোর ফুল সংগ্রহ করতে গিয়ে শিশুধর্ষণের ঘটনায় মামলার আসামি রুহুল আমিনকে গ্রেপ্তার করতে ২৪ ঘণ্টার সময়সীমা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।

গতকাল রোববার বিক্ষোভ মিছিল শেষে মিঠাপুকুর থানায় গিয়ে এ সময়সীমা বেঁধে দেন তাঁরা। ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত আসামিকে গ্রেপ্তার করতে পারেননি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

জানা গেছে, ২১ ফেব্রুয়ারি ভাষাশহীদদের শ্রদ্ধা জানানোর ফুল সংগ্রহ করতে প্রতিবেশী নানা রুহুল আমিনের বাড়িতে যায় ওই শিশু। এ সময় রুহুল আমিন বাগান থেকে দুটি ফুল তুলে দিয়ে শিশুটিকে ঘরে নিয়ে ধর্ষণ করেন। এরপর শিশুটির রক্তক্ষরণ শুরু হলে বিষয়টি জানাজানি হয়। পরে অভিযোগ পেয়ে থানা-পুলিশ শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। ঘটনা বেগতিক দেখে পালিয়ে যান রুহুল আমিন।

এদিকে তিন দিনেও মামলার আসামিকে গ্রেপ্তার করতে না পারায় বৈষম্যবিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছাত্র-জনতা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গতকাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। সভা শেষে আন্দোলনকারীরা মিঠাপুকুর থানা চত্বরে গিয়ে পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দিকের সঙ্গে দেখা করেন এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে রুহুল আমিনকে গ্রেপ্তার করার সময়সীমা বেঁধে দেন।

এ সময় পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দিক সবার উদ্দেশে বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিট রুহুল আমিনকে গ্রেপ্তারের চেষ্টা করছে। পুলিশের ওপর আস্থা রাখেন, রুহুল আমিনকে তাঁর অপকর্মের জন্য কঠোর শাস্তি পেতে হবে।

মাদক সেবনের পর ট্রেনের নিচে ঝাঁপ দিলেন যুবক

ধানমন্ডিতে চার মাস ধরে চাঁদাবাজি করতেন ‘সোজা চুলের’ আশরাফুল: পুলিশ

আগারগাঁও এবং উত্তরায় ৪ শতাধিক দোকানপাট উচ্ছেদ

রূপগঞ্জের পোশাকশ্রমিক নেতা সেলিম কারাগারে

আট ঘণ্টা পর সড়ক ছাড়লেন পলিটেকনিকের শিক্ষার্থীরা, কাল রেলপথ অবরোধের ঘোষণা

গাড়ি থেকে চাঁদা আদায়: ভাইরাল ভিডিওর সেই তরুণ রিমান্ডে

সাবেক সংসদ সদস্য সুবিদ আলীর স্ত্রীর পৌনে ৫ একর জমি ক্রোকের নির্দেশ

ক্রিকেটার নাসির ও তাঁর স্ত্রী তামিমার মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ

পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভে ঢাকায় তীব্র যানজট, বৃষ্টিতে বাড়তি ভোগান্তি

কফিশপে মারধরের শিকার সেই তরুণীর খোঁজ মিলেছে, থানায় জিজ্ঞাসাবাদ