Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

নগরকান্দায় অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

নগরকান্দায় অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

ফরিদপুরের নগরকান্দায় ববিতা বিশ্বাস (২০) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ সোমবার ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। 

মৃত ববিতা বিশ্বাস উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের চণ্ডী বিশ্বাসের স্ত্রী। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ববিতা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গতকাল রাতে প্রতিবেশীরা তাঁর মরদেহটি ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়। 

পুরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বাবু ফকির বলেন, ‘ঘোনাপাড়া গ্রামে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা করেছেন বলে খবর পেয়েছি। আমি নগরকান্দা থানায় বিষয়টি জানিয়েছি।’ 

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় গৃহবধূর মরদেহটি উদ্ধার করা হয়েছে। আজ ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ওসি আরও বলেন, গৃহবধূ ববিতা বিশ্বাস কী কারণে আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। 

হত্যাচেষ্টা মামলায় তৌফিক-ই-ইলাহীর পিএস মনোয়ার কারাগারে

ফরিদপুরে কলেজশিক্ষার্থী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাবেক এমপি এম এ মালেক চার দিনের রিমান্ডে

মধুপুরে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

থানা প্রাঙ্গণে ৭ তরুণের টিকটক ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় সমালোচনা

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর সমাবেশ করলে ব্যবস্থা: ডিএমপি

নারায়ণগঞ্জ থেকে চুরি হওয়া কাভার্ড ভ্যান মুন্সিগঞ্জে উদ্ধার, আটক ৩

সিঙ্গাইরের সাবেক উপজেলা চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

ঢাবি ছাত্রীকে যৌন হয়রানি: জামিন পেলেন আসামি মোস্তফা আসিফ

এনআইডি সেবা ইসির অধীনে রাখতে সিইসির কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান