Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

মিরপুরের কালসীতে যুবক গুলিবিদ্ধ, চিকিৎসা চলছে ঢাকা মেডিকেলে

ঢামেক প্রতিবেদক

মিরপুরের কালসীতে যুবক গুলিবিদ্ধ, চিকিৎসা চলছে ঢাকা মেডিকেলে

রাজধানীর মিরপুরের কালসীতে গুলিতে সাগর মিয়া (২২) নামে এক যুবক আহত হয়েছেন। সে একটি টেইলার্সে কাজ করতেন। 

আজ রোববার বিকেল ৪টার দিকে কালসী মোড়ে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। 

ওই যুবকককে হাসপাতালে নিয়ে আসা রাকিবুল ইসলাম জানান, ‘তাদের বাসা মিরপুর ১১ নম্বর বাউনিয়াবাদ এলাকায়। ওই এলাকাতেই একটি টেইলার্সে কাজ করেন সাগর। তারা দুজন সকালে একটি কাজে উত্তরায় যান। সেখান থেকে মিরপুরের বাসায় ফিরছিলেন। কালসী মোড়ে আসলে সাগরের বুকের বাম পাশে ও গলায় গুলিবিদ্ধ হন। পরে আহত তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘সকাল থেকে কালসী এলাকায় অটোরিকশা চালকেরা রাস্তা অবরোধ করে রাখছে। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। তখন গুলি সাগরের শরীরে লাগে।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ‘এক যুবক গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে এসেছে। ওই যুবকের গলায় ও বুকের বাম পাশে গুলির চিহ্ন রয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।’

ভূমি অধিগ্রহণে দুর্নীতি, ২৩ জনের নামে মামলা

সেলিম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী মাকসুদ চেয়ারম্যান গ্রেপ্তার

ভাড়া দিয়ে জায়গা বরাদ্দ নিতে গাবতলী বেড়িবাঁধের ব্যবসায়ীদের ৭ দিন সময়

শ্রীপুরে চলন্ত ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

গুলশানে বাসায় তল্লাশির নামে তছনছের ঘটনায় মামলা, বাবা–ছেলেসহ গ্রেপ্তার ৩

সিদ্ধিরগঞ্জে বিদেশি রিভলবারসহ যুবক গ্রেপ্তার

কারাগারে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি: শাজাহান খান

২৫৭ কোটি টাকা লেনদেন: সাবেক মন্ত্রী গাজী ও তাঁর স্ত্রীর নামে মামলার অনুমোদন

হরিরামপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

যে কোনো সময় ফাঁসির আদেশ আসতে পারে, অবাক হব না: সোলায়মান সেলিম