হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে যুবককে তুলে নিয়ে ছুরিকাঘাতে খুনের ঘটনায় বাবা-ছেলে গ্রেপ্তার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে তুলে নিয়ে ছুরিকাঘাতে আব্দুল্লাহ (২৬) নামের এক যুবককে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-১-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গ্রেপ্তার দুজন হলেন উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের মো. শহিদুল ইসলাম শহিদ (৪৫) ও তাঁর ছেলে এহসানুল হক (২৪)।

নিহত আব্দুল্লাহ উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের মো. শাহাদাত আলীর ছেলে। তিনি স্থানীয় একটি কারখানার শ্রমিক ছিলেন।

র‍্যাবের দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৩ মার্চ রাতে র‍্যাব তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানতে পারে, হত্যা মামলার প্রধান আসামি ঢাকা মহানগরীর দক্ষিণখান থানার আব্দুল্লাহপুর আটিপাড়া এলাকায় আত্মগোপনে আছেন। এর পরিপ্রেক্ষিতে র‍্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে শহিদুল ইসলাম শহিদ ও তাঁর ছেলে এহসানুল হককে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন।

র‍্যাব-১-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহফুজুর রহমান বলেন, চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পরপরই র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে আত্মগোপনে থাকা প্রধান আসামি ও সহযোগী তাঁর ছেলেকে ঢাকা মহানগরীর আব্দুল্লাহপুর এলাকা থেকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, জমি নিয়ে বিরোধের জেরে গত ৯ মার্চ স্থানীয় বাঁশবাড়ি বাজারের পূর্ব পাশে মেধা বিকাশ প্রি-ক্যাডেট স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে আব্দুল্লাহকে তুলে নিয়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়।

জবি শিক্ষার্থীদের আবাসিক ভাতা প্রদানে কমিটি গঠন

জবিতে সার্টিফিকেট তুলতে আসা ছাত্রীকে হেনস্তা, মুচলেকা নিল প্রশাসন

কিশোরগঞ্জে ২ দিন ধরে পানি নেই হাসপাতালে, রোগীদের ভোগান্তি চরমে

এবার বাসে ওঠা নিয়ে ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

পুলিশ সুপারসহ দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

রাজধানী থেকে গ্রেপ্তার আ.লীগ নেতা শিশির কারাগারে

বাজারে মধ্যস্বত্বভোগী কমলে ইলিশের দাম কমানো সম্ভব: মৎস্য উপদেষ্টা

জাবিতে পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল ছাত্রদল

৩৬০ টন জ্বালানি তেলবাহী জাহাজে ডাকাতি, গ্রেপ্তার ৮

বিএফআইইউয়ের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন

সেকশন