হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শ্রমিকদের বিক্ষোভ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

ছয় দফা দাবি জানিয়ে গাজীপুরের টঙ্গীতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামের ওষুধ উৎপাদন কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টায় টঙ্গীর কাঁঠাল দিয়ে এলাকায় কারখানাটির প্রধান ফটকে বিক্ষোভ শুরু করেন তাঁরা। বিক্ষুব্ধ প্রায় ১ হাজার শ্রমিক কারখানার সামনের শাখা সড়কে অবস্থান নিয়ে দুপুর পৌনে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভ করছিলেন।

বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, বুধবার সকালে কারখানাটির প্রায় ১ হাজার শ্রমিক কারখানায় কাজে যোগ দিতে আসেন। এ সময় তাঁদের ছয় দফা দাবি কারখানা কর্তৃপক্ষের কাছে পেশ করেন। কারখানা কর্তৃপক্ষ দাবিগুলো মেনে না নেওয়ায় শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে কারখানাটির সমনের শাখা সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন শ্রমিকেরা। 

শ্রমিকদের ছয় দফা হলো, পাঁচ বছর ধরে কর্মরত শ্রমিকদের চাকরিতে স্থায়ীকরণ, খাবারে বৈষম্য বন্ধ, ঠিকাদারের অধীনে নয়, কারখানার অধীনে চাকরি করার সুযোগ, প্রতি দুই বছর পর পর ডিমান্ডের ৩০ শতাংশ বৃদ্ধি, অবসরকালীন ভাতা প্রদান এবং এই আন্দোলনকে কেন্দ্র করে কোনো শ্রমিককে চাকরিচ্যুত না করা।

দাবি মেনে না নেওয়ায় দুপুর পৌনে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

যোগাযোগ করা হলে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড কারখানা কর্তৃপক্ষের কেউ গণমাধ্যমে কথা বলতে রাজি হননি। 

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) সাইফুল ইসলাম বলেন, শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে কারখানায় এসেছি। শ্রমিকদের ছয় দফা দাবি নিয়ে কারখানার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

আরও খবর পড়ুন:

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য