Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

মেট্রোরেলের ভাড়ায় ১৫ শতাংশ ভ্যাট: এনবিআরের জবাবের অপেক্ষায় কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মেট্রোরেলের ভাড়ায় ১৫ শতাংশ ভ্যাট: এনবিআরের জবাবের অপেক্ষায় কর্তৃপক্ষ

সরকারের বিশেষ আদেশে মেট্রোরেলের টিকিটের ওপর বর্তমানে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হয়েছে। সেই অনুযায়ী ভাড়ার সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট আরোপ হওয়ার কথা থাকলেও সেটি এখনো কার্যকর হয়নি। মেট্রোরেল কর্তৃপক্ষ বলছে, কর অব্যাহতির মেয়াদ বাড়ানোর জন্য এনবিআরে আবেদন করা হয়েছে। এর জবাবের অপেক্ষায় রয়েছে তারা। 

আজ সোমবার জানা যায়, মেট্রোরেল কর্তৃপক্ষ এখনো টিকিটের সঙ্গে অতিরিক্ত ১৫ শতাংশ ভ্যাট আরোপ করেনি। 

এ বিষয়ে মেট্রোরেলের পরিচালনা সংস্থা ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ভ্যাট না বসানোর জন্য তাঁরা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন। মন্ত্রণালয় জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দিয়েছে। এখন এই চিঠির উত্তরের অপেক্ষায় আছেন তাঁরা। 

এদিকে ১৫ শতাংশ ভ্যাটের বিষয়ে গতকাল রোববার এনবিআরের প্রথম সচিব (মূসক নীতি) মোহাম্মদ হাসমত আলী আজকের পত্রিকাকে জানিয়েছিলেন, যেহেতু এখনো এনবিআর থেকে কোনো বিশেষ আদেশ দেওয়া হয়নি, সুতরাং আগের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে মেট্রোরেলে মূসক আরোপিত হতে পারে। 

এর আগে গত ৪ এপ্রিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (ডিএমটিসিএল) চিঠি দিয়ে এনবিআর জানায়, জুলাই থেকে মেট্রোরেলের সেবা ও টিকিটে মূসক পরিশোধ করতে হবে। এরপর ডিএমটিসিএলসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন মেট্রোরেলে ভ্যাট না বসানোর অনুরোধ করে। 

মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট মওকুফের সময়সীমা ছিল ৩০ জুন পর্যন্ত। ২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে ওই সুবিধা দেয় এনবিআর। 

মেট্রোরেল কর্তৃপক্ষের একটি সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে, এখন পর্যন্ত তারা এনবিআর থেকে কোনো চিঠি পায়নি। এমন কোনো নির্দেশনা এলে ভাড়া বাড়ানোর বিষয়ে তারা ব্যবস্থা নেবে। 

ডিএমটিসিএল কোম্পানি সচিব আব্দুর রউফ বলেন, ‘ভ্যাট মওকুফ চেয়ে এনবিআরকে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠির জবাবের অপেক্ষায় রয়েছি। চিঠিতে কেন ভ্যাট বসানো হবে না, সে বিষয়ে মতামত তুলে ধরা হয়েছে।’ 

ভ্যাট না বসানোর বিষয়ে ‘ইতিবাচক’ সিদ্ধান্ত আসবে বলে আশাবাদী ডিএমটিসিএল কোম্পানি সচিব আরও বলেন, ‘ভ্যাট বসবে কি বসবে না, সেটা চিঠির জবাবের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

ঝুট ব্যবসা নিয়ে নারায়ণগঞ্জ ইপিজেডে দুই পক্ষের সংঘর্ষ-গোলাগুলি

সাবেক গভর্নর আতিউর, অর্থনীতিবিদ বারকাতসহ ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢামেকে যৌথবাহিনীর অভিযান, ৩৩ ‘দালালকে’ বিভিন্ন মেয়াদে সাজা

ওসির ছাত্রলীগসংশ্লিষ্টতার তদন্তে যাওয়া বিএনপি কার্যালয়ের পিয়ন গ্রেপ্তার

হত্যাচেষ্টা মামলায় তৌফিক-ই-ইলাহীর পিএস মনোয়ার কারাগারে

ফরিদপুরে কলেজশিক্ষার্থী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাবেক এমপি এম এ মালেক চার দিনের রিমান্ডে

মধুপুরে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

থানা প্রাঙ্গণে ৭ তরুণের টিকটক ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় সমালোচনা