গাজীপুরে রিসোর্টে পিকনিকে গিয়ে পানিতে ডুবে ২ ছাত্রের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ০৩ মে ২০২৩, ১৮: ১২

গাজীপুর মহানগরীর পুবাইল থানার মেঘডুবি এলাকার সাবরিনা ড্রিম রিসোর্ট অ্যান্ড পার্কে পুকুরের পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। 

দুই স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম। 

মারা যাওয়া স্কুলছাত্রেরা হলো গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার মধ্য আরিচপুর গ্রামের আজিজুল হকের ছেলে হামিম হক (১৫) এবং একই গ্রামের লিটন মিয়ার ছেলে মো. নোমান (১৫)। তাঁরা টঙ্গীর সিরাজউদ্দিন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, টঙ্গীর পূর্ব থানার মধ্য আরিচপুর এলাকা থেকে ১০-১২ জন স্কুলছাত্র গাজীপুরের পুবাইল থানার মেঘডুবি এলাকার সাবরিনা ড্রিম রিসোর্ট অ্যান্ড পার্কে বেড়াতে যায়। সেখানে দুপুরে হামিম, নোমানসহ আরও কয়েকজন পার্কের পুকুরে গোসলের জন্য নামে। গোসল করার সময় অজ্ঞাত কারণে তাঁরা নিখোঁজ হয়। 

খোঁজাখুঁজির একপর্যায় পুকুর থেকে হামিম ও নোমানকে উদ্ধার করে তাদের সঙ্গে থাকা অন্য স্কুলছাত্ররা। এ সময় দ্রুত হামিমকে পার্শ্ববর্তী পুবাইলের করমতলা কমিউনিটি হাসপাতালে এবং নোমানকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন বলে জানান স্থানীয় লোকজন। 

ওসি জাহিদুল জানান, পুবাইল থানাধীন মেঘডুবি সাকিনস্থ সাবরিনা রিসোর্ট পার্কে কয়েকজন স্কুলছাত্র পিকনিক করতে আসে। সেখানে পুকুরে গোসল করার সময় দুজন ডুবে গিয়ে মারা গেছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। 

সাবরিনা ড্রিম রিসোর্ট অ্যান্ড পার্কটির মালিক সাবেক সচিব ও জাতীয় পার্টির মনোনীত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন বলে জানান ওসি জাহিদুল।

সাড়ে ৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ

তিন চাকার স্কুল ভ্যান: স্কুলের পথে ঝুঁকির যাত্রা

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত