Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

পদ্মা সেতুতে একদিনে রেকর্ড সোয়া ৪ কোটি টাকার টোল

মুন্সিগঞ্জ প্রতিনিধি

পদ্মা সেতুতে একদিনে রেকর্ড সোয়া ৪ কোটি টাকার টোল

গত ২৪ ঘণ্টায় (শুক্রবার) পদ্মা সেতুর দুই প্রান্ত দিয়ে ৩১ হাজার ৭২৩টি যানবাহন পারাপার করেছে। এতে মোট ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা টোল আদায় করা হয়েছে। এটাই পদ্মা সেতুতে একদিনে সর্বোচ্চ টোল আদায়। 
 
পদ্মা সেতু নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ শনিবার রাত পোহালেই ঈদুল আজহা। শেষ দিনে পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনের চাপ তেমন একটা নেই। মোটামুটি স্বাভাবিক রয়েছে যানবাহন পারাপার। এখন সেতুতে ৬টি লেন দিয়ে যানবাহনগুলো টোল দিয়ে নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছেন। আর প্রতি ১০ সেকেন্ডর মধ্যেই একটি যানবাহন টোল দিয়ে অতিক্রম করছে।

এদিকে, পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে আজ শনিবার সকাল থেকে ঈদে ঘরমুখী মানুষের বাড়তি চাপ লক্ষ্য করা যায়নি। ঈদে ঘরমুখো মানুষ বাড়ি যাচ্ছে নির্বিঘ্নে। ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের যানবাহনের চলাচলও স্বাভাবিক।  

গত ২৪ ঘণ্টায় (শুক্রবার) পদ্মা সেতুর দুই প্রান্ত দিয়ে ৩১ হাজার ৭২৩টি যানবাহন পারাপার করেছে। ছবি: আজকের পত্রিকাহাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আফজাল হোসেন জানান, এক্সপ্রেসওয়েতে যানবাহন চলছে স্বাভাবিক গতিতে। 

পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, সকাল থেকেই এই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সড়কে যেন কোন রকম কোন বিশৃঙ্খলার ঘটনা না ঘটে তাই আমরা দিন রাত কাজ করে যাচ্ছি।

নিজের তৈরি ‘উড়োজাহাজে’ উড়লেন কৃষকের ছেলে জুলহাস

‘উচ্চ বংশীয়’ ছাগলের খামারি ইমরান কারাগারে

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

হতের টানেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

কর্ণফুলী নদীতে মিলল যুবকের গলিত লাশ

ধোলাইখালে জবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল

মুন্সিগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, ৩ জনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ফরিদপুরে পদ্মায় বাল্কহেডের ধাক্কায় মাছ ধরার ট্রলারডুবি, ২ জেলে আহত

সাটুরিয়ায় চোরাই গরু উদ্ধার করতে গিয়ে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

হাতিরঝিলে চলন্ত মাইক্রোবাসে আগুন