Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ঢাবিতে আইন বিভাগের ৩ শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি

ঢামেক প্রতিবেদক

ঢাবিতে আইন বিভাগের ৩ শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বঙ্গবন্ধু টাওয়ারের সামনে ঢাবির আইন বিভাগের তিন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। 

আজ বুধবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও জহুরুল হক হলের আবাসিক ছাত্র রেজওয়ান আহমেদ রিফাত (২৪), জসিম উদ্দিন হলের শাহিনুর ইসলাম রাসেল (২৫) ও বঙ্গবন্ধু হলের সাকিব আজাদ তুর্য (২৫)। 
 
আহতদের ঢাকা মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা স্বপন মিয়া নামে এক রিকশা চালক বলেন, ‘বঙ্গবন্ধু টাওয়ারের সামনে ৫-৬টি মোটরসাইকেলে আসা বেশ কয়েকজন মিলে তাদেরকে আলোপাতারি মারধর করে। মারধরের পর ফেলে রেখে গেলে তাদেরকে রিকশায় করে হাসপাতালে নিয়ে আসেন।’ 

আহত রেজওয়ান আহমেদ রিফাত বলেন, তারা বঙ্গবন্ধু টাওয়ারের নিচ তলায় যোহরের নামাজ আদায় করেন। এরপর সেখানে ধর্মীয় আলোচনা এবং তাদের বিভাগের পক্ষ থেকে ইফতার মাহফিলের বিষয়ে আলোচনা করছিলেন। তখন কয়েকজন এসে তাদেরকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। তারা বের হয়ে রাস্তার ওপর আসলে হঠাৎ কয়েকজন মোটরসাইকেল নিয়ে এসে এলোপাতারি মারধর করে। এতে তারা ৪ জন গুরুতর আহত হন। 

সাফওয়ান নামে একজনকে খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ করেন। তবে মারধরকারীদের তারা চেনেন না বলে জানিয়েছে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘তাদের তিনজনের অবস্থাই গুরুতর। শাহিনুরকে জরুরি বিভাগের নিউরোসার্জারি ও সাকিবকে নাক, কান, গলা বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাটি শাহবাগ থানা পুলিশ তদন্ত করছে।’

পরিবারের সঙ্গে দেখা করতে এসে টুঙ্গিপাড়ার ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মধ্যরাতে পল্লবী থানায় ঢুকে তরুণের কিলঘুষি, ওসিসহ আহত ৩

শীর্ষ সন্ত্রাসী ইমনের ঘনিষ্ঠ সহযোগী এজাজ গ্রেপ্তার

নরসিংদীতে অটোরিকশা ভাড়া নিয়ে বিতণ্ডা, যুবককে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলায় মামলার আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

সাভারে পাওয়ার গ্রিডে বৈদ্যুতিক স্পার্ক থেকে আগুন, পুড়ে গেছে ট্রান্সফর্মার

গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

আমিনবাজার পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে, সাভার ও আশুলিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

সাভারের আমিনবাজার পাওয়ার গ্রিডে আগুন

দখলের সংক্রমণে জেরবার সংক্রামক ব্যাধি হাসপাতাল