Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

আইটি বিশেষজ্ঞ ছদ্মবেশে চালাতেন জঙ্গি কার্যক্রম 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আইটি বিশেষজ্ঞ ছদ্মবেশে চালাতেন জঙ্গি কার্যক্রম 

গোয়েন্দা তথ্য ও গ্রেপ্তার জঙ্গিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার শাহাজাহানপুর থানার ফুলতলা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “আল্লাহর দল” এর সক্রিয় সদস্য ও জেলা নায়ককে গ্রেপ্তার করা হয়েছে।  

বুধবার বিকেল এমন তথ্য জানিয়েছেন অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) র মিডিয়া কর্মকর্তা পুলিশ সুপার (এসপি) মো. আসলাম খান। 

গ্রেপ্তারকৃতের নাম-মো. আবু ইউসুফ (২৯), পিতা-মো. ইউনুস আলী সরদার। গতকাল মঙ্গলবার গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি টাচ মোবাইল ফোন, একটি বাটন মোবাইল ফোন ও চারটি সীম কার্ড জব্দ করা হয়। 

এসপি আসলাম খান জানান, গোয়েন্দা তথ্য ও গ্রেপ্তার জঙ্গিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার শাহাজাহানপুর থানার ফুলতলা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “আল্লাহর দল” এর সক্রিয় সদস্য ও জেলা নায়ককে গ্রেপ্তার করা হয়েছে। 

আসলাম খান আরো জানান, গত ১৫ ফেব্রুয়ারি বগুড়ার সদরের নিশিন্দারা পাইকপাড়া থেকে এই সংগঠনের সদস্য সাহাবুদ্দিন সাবু, আসামাউল হোসনা, আব্দুর রাজ্জাককে গ্রেপ্তারের পর ইউসুফের তথ্য পাওয়া যায়। 

গ্রেপ্তার ইউসুফ এটিইউকে জানিয়েছে, একটি বেসরকারী উন্নয়ন সংস্থায় আইটি বিশেষজ্ঞ হিসেবে কাজ করত। সে আইটি বিষয়ে দক্ষতা কাজে লাগিয়ে সাংগঠনিক কার্যক্রম, দাওয়াত ও যোগাযোগ রক্ষণের দায়িত্ব পালন করত। এছাড়া প্রতি মাসে আর্থিক সহায়তা দিত। 

আল্লাহর দলের সঙ্গে তাঁর সম্পৃক্ততা স্বীকার করে আরো জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর মতিন মেহেদী ওরফে মতিনুল ইসলাম ওরফে মতিনুল হক মন্ডলের মতাদর্শের অনুসারী। 

আবু ইউসুফকে বগুড়া সদর থানার দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইনে মামলায় (নং-৭০) গ্রেপ্তার দেখিয়ে সোপর্দ করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

সাটুরিয়ায় চোরাই গরু উদ্ধার করতে গিয়ে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

হাতিরঝিলে চলন্ত মাইক্রোবাসে আগুন

অটোরিকশাচালকের হাত-পায়ের রগ কেটে হত্যা: মামলার পর মহাসড়ক ছাড়লেন বিক্ষোভকারীরা

মামা বাড়িতে ইফতারের দাওয়াত খেতে গিয়ে হামলায় যুবক নিহত

শাহজাদপুরে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত আরও একজনের পরিচয় শনাক্ত

দুদকের মামলায় আমানের আপিল শুনানি শেষ, রায় ৩০ এপ্রিল

শ্রীপুরে অটোরিকশাচালকের হাত-পায়ের রগ কেটে হত্যা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নরসিংদীর চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযানে আটক ২০, দেড় শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার

মোহাম্মদপুরের কিশোর গ্যাংয়ের গডফাদার শয়ন দুই সহযোগীসহ গ্রেপ্তার

ধোলাইখালে জবি শিক্ষার্থীদের ওপর বিএনপি নেতার হামলা, আহত ৫