হোম > সারা দেশ > ঢাকা

স্বামী ইয়াবা কিনে স্ত্রীর কাছে রাখেন, ভাতিজা ক্রেতাকে পৌঁছে দেন

রাজধানীর শেওড়াপাড়া থেকে ১৩ হাজার ইয়াবা বড়িসহ একই পরিবারের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা পারিবারিকভাবে ইয়াবা কারবারে সঙ্গে জড়িত বলে দাবি পুলিশের। 

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় মিরপুর মডেল থানার শেওড়াপাড়া আলী ভবনের একটি ফ্ল্যাট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা সম্পর্কে এক দম্পতি ও তাঁদের ভাতিজা। তাঁরা হলেন মাহমুদুল হাসান (৪১), তাঁর স্ত্রী মীম আক্তার (২২) এবং ভাতিজা মো. সোহাগ মিয়া (৩৭)। 

এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার মাহমুদুল তালিকাভুক্ত মাদক কারবারি। তাঁর পেশাই ইয়াবা কারবার। তিনি টেকনাফ থেকে ইয়াবা এনে ঢাকাসহ পার্শ্ববর্তী জেলায় সরবরাহ করেন। আর এই কাজে সহযোগিতা করেন তাঁর স্ত্রী মীম এবং ভাতিজা সোহাগ। স্ত্রী ইয়াবা সামলে রাখেন। আর ভাতিজা সোহাগ উবারে গাড়ি চালানোর ছদ্মবেশে তা বিভিন্ন স্থানে পৌঁছে দেন।’

ওসি আরও বলেন, তাঁদের কাছ থেকে মোট ১৩ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। গ্রেপ্তারের সময় ঘরে তল্লাশি চালিয়ে আলমারিতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১২ হাজার ইয়াবা প্রথমে উদ্ধার করা হয়। এরপর ভাতিজা সোহাগের কাছ থেকে ৬০০ এবং মীমের কাছ থেকে ৪০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

 গ্রেপ্তার মাহমুদুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে বলেও জানান ওসি।

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন