হোম > সারা দেশ > ঢাকা

সাংবাদিককে হুমকি দেওয়ায় উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাংবাদিককে টাঙিয়ে পেটাতে চাওয়া পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

রোববার ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এই সংক্রান্ত নির্দেশনাটি স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে পাঠানো হয়। 

এতে উল্লেখ করা হয়, গত ১৬ জুলাই ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনের পূর্বদিন রিটার্নিং অফিসারের সঙ্গে সাংবাদিকদের সভা চলাকালীন হঠাৎ ভান্ডারিয়ার উপজেলা পরিষদ চেয়ারম্যান সভাকক্ষে প্রবেশ করে উপস্থিত একজন সংবাদকর্মীকে হুমকি দেন বা অসৌজন্যমূলক আচরণ করেন। 

জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এবং গণমাধ্যমকর্মীর সঙ্গে একজন জনপ্রতিনিধি উপজেলা পরিষদের চেয়ারম্যানের এমন আচরণ কমিশনের জন্যও বিব্রতকর। এ বিষয়ে স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা অনুসারে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন কমিশনকে অবহিত করার সিদ্ধান্ত হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। 

এর আগে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান এই বিষয়ে ব্যবস্থা নিতে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) ইউও (আন অফিশিয়াল) নোট দেন। 

গত ১৭ জুলাই পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়