হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর রায়েরবাগে কয়েল তৈরির ৪ কারখানা পুড়ে ছাই

রাজধানীর রায়েরবাগে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে কয়েল তৈরির কাঁচামালের ৪টি কারখানা। গতকাল শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুড়ে যাওয়া কারখানাগুলো হলো—ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কদমতলীর রায়েরবাগের তাহের এন্টারপ্রাইজ, আলমগীর এন্টারপ্রাইজ, মোফাজ্জেল এন্টারপ্রাইজ ও শহিদ এন্টারপ্রাইজ।

টিনশেড এসব কারখানায় মূলত কাঠের ভুসি ও তেঁতুলের বীজ গুঁড়ো করা হতো। এগুলো মশার কয়েল তৈরিতে ব্যবহার করা হতো। কিন্তু কারখানাগুলোতে আগুন প্রতিরোধের কোনো ব্যবস্থা না থাকায় প্রায়ই অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।

আগুন লাগার পর ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে কারখানাগুলো আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

স্থানীয়রা বলছেন, কারখানাগুলোর ধোঁয়ার গন্ধে ওই এলাকা বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। আবাসিক ভবনের পাশে এমন কারখানা থাকলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

তাই এ সময় স্থানীয়রা এসব কারখানা নির্দিষ্ট জায়গায় সরিয়ে নেওয়ার দাবি জানান।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, কারখানাগুলো টিনের হওয়ায় আগুনের ভয়াবহতা তীব্র ছিল। তবে মালিকেরা আত্মগোপনে থাকায় ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়