হোম > সারা দেশ > ঢাকা

‘হায় হোসেন’ মাতমে তাজিয়া মিছিল ঢাকায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘হায় হোসেন, হায় হোসেন’ মাতমে চলছে তাজিয়া মিছিল। আজ শনিবার পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত এই মিছিল সকাল ১০টায় রাজধানীর হুসেনি দালান ইমামবাড়া থেকে বের হয়। এ সময় ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনি আর বুক চাপড়ানোর শব্দে উত্তাল হয়ে ওঠে মিছিল প্রদক্ষিণ করা পুরো এলাকা। মিছিলটি বকশীবাজার ও নিউমার্কেট হয়ে ধানমন্ডি লেকের পার্শ্ববর্তী সীমান্ত স্কয়ারের সামনে শেষ হবে। 

মিছিলে আরবি হরফে শিয়া সম্প্রদায়ের বিশ্বাস ও আচার অনুযায়ী কালেমাখচিত বিভিন্ন রঙের পতাকা, মাথার ব্যান্ড ও কালো পোশাক পরিধান করে নানা বয়সী নারী-পুরুষ ও শিশু অংশগ্রহণ করেছে। তারা বুক চাপড়ে কারবালায় সংঘটিত ইমাম হোসেন ও ইয়াজিদের মধ্যে সংঘটিত যুদ্ধের বর্ণনাসংবলিত নাথ বা বিষাদ পরিবেশন করেন। 

তাজিয়া মিছিলে প্রদর্শন করা হয় প্রতীকী কারবালার দুলদুল ঘোড়া। এই ঘোড়ার পা দুধ দিয়ে ধুয়ে সেগুলো সংগ্রহ করতে দেখা গেছে শিয়া সম্প্রদায়ের অনুসারী ও বিভিন্ন ধর্মবিশ্বাসের মানুষের।

এদিকে মিছিলটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য রয়েছে পুলিশের কঠোর নিরাপত্তাব্যবস্থা। সকাল ৯টা থেকেই শিয়া সম্প্রদায়ের হাজার হাজার মানুষ পুরান ঢাকায় হুসেনি দালানে জড়ো হতে থাকে। তাজিয়া মিছিলে শিশু-বৃদ্ধ থেকে শুরু করে সব বয়সী নারী-পুরুষ অংশ নিয়েছে। 

মিছিলে অংশ নেওয়া ইলিয়াস হোসেন বলেন, ‘আমরা কারবালার ময়দানে হওয়া সেই যুদ্ধে মওলা ইমাম হোসেনের সঙ্গে হওয়া বর্বর ঘটনায় শোক জানাই। আমাদের জন্য তার আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করি।’ 

এদিকে বেশ কয়েক বছর ধরে রক্তাক্ত মাতম নিষিদ্ধ ঘোষণা করা হলেও এই মিছিলে অনেককেই সেটা করতে দেখা গেছে। ধারালো ছুরি ও ব্লেড দিয়ে তারা ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতম করতে করতে বুকে-পিঠে আঘাত করছিল। 

এদিকে দিবসটি নির্বিঘ্নে পালন করতে ডিএমপির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশুরায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। সুষ্ঠুভাবে তাজিয়া মিছিল সম্পন্ন করতে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি বহন নিষিদ্ধ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সঙ্গে আতশবাজি ও পটকা ফোটাতেও নিষেধ করা হয়েছে। 

পবিত্র আশুরা বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে তাৎপর্যপূর্ণ। এই দিন ঐতিহাসিক কারবালার ময়দানে হৃদয়বিদারক ঘটনা ছাড়াও বিভিন্ন ঘটনার কারণে দিনটি বিশেষ গুরুত্ব বহন করে।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন