গজারিয়ার মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ সুরভী-৭ এর ধাক্কায় ডুবে যাওয়া বাল্কহেডের ভেতরে মিলেছে নিখোঁজ শ্রমিক মোতালেব হোসেনের (৫৫) মরদেহ। গতকাল শনিবার বিকেল পৌনে ৪টার দিকে নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জ এলাকায় মেঘনা নদী থেকে দুর্ঘটনা কবলিত নৌযানটির ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এর আগে দুর্ঘটনার পর থেকে বিগত তিন দিন যাবৎ নিখোঁজ ছিলেন বাল্কহেড শ্রমিক মোতালেব। মৃত মোতালেবের বাড়ি ভোলা জেলায় বলে জানিয়েছে পুলিশ।
কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল হক বলেন, তৃতীয় দিনের অভিযানে বাক্লহেডের ভেতরে থাকা একটি কেবিন থেকে নিখোঁজ মোতালেবের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ সুরভী-৭ এর ধাক্কায় চর কিশোরগঞ্জ এলাকায় বালুবাহী বাল্কহেডকে ধাক্কা দিলে ছয়জন শ্রমিকসহ ডুবে যায় নৌযানটি। তাদের মধ্যে চারজন সাঁতরে তীরে ও একজন অপর একটি লঞ্চে ওঠেন। তবে নিখোঁজ ছিলেন শ্রমিক মোতালেব। গত তিন দিন ধরে তাঁকে উদ্ধারে অভিযান চালাচ্ছিল নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড।