Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর পুরানা পল্টনে বন্দুকের দোকানে কর্মচারী গুলিবিদ্ধ

ঢামেক প্রতিবেদক

রাজধানীর পুরানা পল্টনে বন্দুকের দোকানে কর্মচারী গুলিবিদ্ধ

রাজধানীর পুরানা পল্টন এলাকায় একটি বন্দুকের দোকানে মো. শাহীন (৩৮) নামে এক যুবক গুলিতে আহত হয়েছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

আজ সোমবার বিকেলের দিকে পুরানা পল্টনের সৈয়দ নজরুল ইসলাম রোডে একটি বন্দুকের দোকানে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শাহীনকে হাসপাতালে নিয়ে আসা মুজাহিদ বাশার জানান, পুরানা পল্টনে একটি ভবনের এফ আহমেদ নামে বন্দুকের দোকানের কর্মচারী শাহীন। বিকেলে একটি পিস্তল পরিষ্কার করার সময় অসাবধানতাবশত একটি গুলি বের হয়ে ফ্লোরে আঘাত করার শাহিনের পিঠে বিদ্ধ হয়। তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধ অবস্থায় যুবকটিকে তাঁর পরিচিত লোকজনেরা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আসা লোকজন তেমন কোনো তথ্য না দিলেও প্রাথমিকভাবে জানা গেছে, পুরানা পল্টন এলাকায় একটি বন্দুকের দোকানের কর্মচারী শাহীন। সেখানে কোনো অস্ত্র থেকে একটি গুলি বের হয়ে তাঁর পিঠে বিদ্ধ হয়। বিস্তারিত জানার জন্য হাসপাতালে পল্টন থানা পুলিশ ও শাহবাগ থানা পুলিশ কাজ করছে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মোল্লা বলেন, ‘পুরানা পল্টনে একটি বন্দুকের দোকানে গুলির ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে যাওয়া হচ্ছে।’

ছাপা বইয়ের নানা বিকল্প

আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

অটোরিকশাচালক বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে ধোলাইখালে পেটে রড ঢুকে কিশোর নিহত

প্রতিবন্ধীদের স্কুল এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান

‘দেশের নিরাপত্তাব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিতেই বিডিআর হত্যাকাণ্ড’

উত্তরায় চীনা নাগরিক খুনের যৌথ তদন্ত করবে চীন ও বাংলাদেশ পুলিশ

যৌন হামলার আশঙ্কায় মেয়েরা বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে: এমজেএফ

ধর্ষণ, নারী নিপীড়ন, অনিরাপত্তার প্রতিবাদে জাবিতে মশাল মিছিল

গাজীপুরে শিক্ষার্থী ধর্ষণ ও শিশু ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ২

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে রাজধানীর বনশ্রীতে মশাল মিছিল