হোম > সারা দেশ > ঢাকা

আগামী জুনে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেলপথ চালু করা হবে: রেলমন্ত্রী

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

ঢাকা থেকে গেন্ডারিয়া পর্যন্ত রেললাইনের কাজ বন্ধ রাখা হয়েছে। এখন আমাদের চ্যালেঞ্জিং বিষয়টি হচ্ছে মাওয়া থেকে ঢাকা পর্যন্ত অংশটি। এখানে কাজের যে অগ্রগতি, তা দেখে আমরা আশা করছি, আগামী জুন মাসে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেলপথ চালু করা সম্ভব হবে। এই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। 

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জের মাওয়া রেলস্টেশন এলাকায় পদ্মা সেতুর রেলসংযোগ প্রকল্পের অগ্রগতি পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। 

মন্ত্রী বলেন, ‘সামনে নির্বাচন আছে। নির্বাচনী বছরে প্রকল্পের তিন ভাগ কাজের অগ্রগতির বিষয়ে টাইমলাইন ঠিক করেছিলাম। ভাঙ্গা পর্যন্ত রেললাইন ছিল। এর সঙ্গে সংযুক্ত করতে পারলে পদ্মা সেতু রেল চলাচলের জন্য উপযোগী হবে। এখন পর্যন্ত সার্বিক কাজের অগ্রগতি ৭৩ শতাংশ। ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত কাজ প্রায় শতভাগ শেষ হয়েছে। আর ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত শেষ হয়েছে ৬০ ভাগ। অন্যদিকে, ঢাকা থেকে মাওয়া পর্যন্ত কাজ শেষ হয়েছে ৬৯ ভাগ।’ 

মন্ত্রী আরও বলেন, প্রতিদিন দিনে ও রাতে রেললাইনের নির্মাণকাজ চলমান রয়েছে। কাজের অগ্রগতি সন্তোষজনক। 

পদ্মা সেতুর রেললাইন নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন রেলসচিব ড. মো. হ‌ুমায়ূন কবীর, সিসিজি মেজর জেনারেল এফ এম জাহিদ হোসেন, রেলওয়ের ডিজি শ্রী ধীরেন্দ্রনাথ মজুমদার, ব্রিগেডিয়ার জেনারেল সাইফুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল সাইদ আহমেদ, কর্নেল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার শ্রীনগর সার্কেল মো. তোফায়েল হোসেন সরকার প্রমুখ। 

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা