হোম > সারা দেশ > ঢাকা

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে: কমিশনার আনোয়ারুল

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার আজ দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার নালী কৃষ্ণ চন্দ্র উচ্চবিদ্যালয়ে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন। ছবি: আজকের পত্রিকা

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে যাতে জাতীয় নির্বাচন হয়, সে লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের কাছে ভালো নির্বাচন না করার কোনো বিকল্প নেই। দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক নেতাসহ বিভিন্ন মহলের সহায়তা দরকার। আজ সোমবার দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার নালী কৃষ্ণ চন্দ্র উচ্চবিদ্যালয়ে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আনোয়ারুল ইসলাম আরও বলেন, সবার চাহিদা অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করতেই হবে, পেছনে ফেরার সুযোগ নেই। সংস্কার কমিশনের প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে যে বিষয়গুলো আসবে—সেগুলোই বাস্তবায়ন হবে।

নির্বাচন কমিশনার বলেন, বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ ভোটার তালিকা করার সুবাদে এবার প্রথমবারের মতো ভোটার তালিকা থেকে বাদ পড়ছেন প্রায় ১৬ লাখ মৃত ভোটার। এতে কারও কারচুপি করার সুযোগ থাকবে না।

পরিদর্শনের সময় নির্বাচন কমিশনের একান্ত সচিব মো. কামরুজ্জামান, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস আলী, মানিকগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিমুদ্দিন, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ আর এম আল-মামুন ও নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তুরাগে চুলার আগুনে বস্তির চারটি ঘর পুড়ে ছাই

সন্তানের সঙ্গে ‘নিষ্ঠুর আচরণ’: সাভার থেকে ‘ক্রিম আপা’ গ্রেপ্তার

শ্রীপুরে ভাইয়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিল ছোট বোন

সাভারে দাওয়াত খেতে গিয়ে বান্ধবীর স্বামীর ধর্ষণের শিকার তরুণী

দখল হওয়া পাবলিক স্পেস উদ্ধারে শিগগির অভিযান: ডিএনসিসি প্রশাসক

এক ঘণ্টা পর পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

জবির ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি থেকে যুক্তরাষ্ট্র-সৌদি দূতাবাসে স্মারকলিপি

টঙ্গীতে জুতার গুদামে আগুন

খেয়াঘাট ইজারা নিতে ইউপি সচিবকে জিম্মি করে সই, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

ফরিদপুরে অতিরিক্ত ভাড়া নেওয়ায় গোল্ডেন লাইন পরিবহনকে জরিমানা