হোম > সারা দেশ > ঢাকা

খামার ও খুচরা পর্যায়ে তরল দুধের ন্যায্যমূল্য নির্ধারণসহ ৭ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খামার ও খুচরা পর্যায়ে তরল দুধের ন্যায্যমূল্য নির্ধারণ ও বাজারজাতকরণ নিশ্চিতের দাবিসহ ৭ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন। আজ রোববার বিকেলে রাজধানীর প্রেসক্লাবের আকরাম খাঁ মিলনায়তনে আয়োজিত মানববন্ধন ও সংবাদ সম্মেলনে এসব দাবি জানিয়েছে সংগঠনটি। 

বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন দাবিগুলো জানিয়ে বলেন, ‘সয়াবিন মিল রপ্তানি বন্ধ করতে হবে। হিমায়িত মহিষের মাংস আমদানি বন্ধ করতে হবে, পশুখাদ্যের মূল্য নিয়ন্ত্রণে উপজেলা পর্যায়ে টিসিবির মাধ্যমে পশুখাদ্য পৌঁছে দিতে হবে। পশুখাদ্য ব্যবসায়িক সিন্ডিকেট বন্ধ করে কঠোর নজরদারির আওতায় আনতে হবে। বাল্ক ফিড মিল্ক নামে নিম্ন মানের গুঁড়া দুধ আমদানি বন্ধ করতে হবে। দুগ্ধ ও মাংস খামারের বিদ্যুৎ বিল বাণিজ্যিক আওতা থেকে কৃষি আওতায় আনতে হবে।’ 

মোহাম্মদ ইমরান হোসেন আরও বলেন, ‘অত্যন্ত পরিতাপের বিষয় যে বারবার একই দাবিগুলো নিয়ে আমরা চার, পাঁচ বছর ধরে আন্দোলন চালিয়ে গেলেও আমাদের দাবিগুলো পূরণ হচ্ছে না। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে বিভিন্ন সময়ে আমাদের দাবিগুলো পূরণের আশ্বাস দেওয়া হলেও মন্ত্রণালয় কর্মকর্তাদের বদলি ও অবসর গ্রহণের কারণে দাবি বাস্তবায়নে তেমন কোন কার্যকরী পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। বরং দাবিগুলো বাস্তবায়নে নিশ্চলতা ও স্থবিরতা দেখা যাচ্ছে।’ 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ এমরান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজিব উল্লাহ, আলী আজম রহমান শিবলী, অর্থ সম্পাদক জাফর আহমেদ পাটোয়ারিসহ বিভিন্ন খামারিবৃন্দ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭